সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক যুগেরও বেশি সময় ধরে রিয়াল মাদ্রিদ এবং তিনি যেন একে অপরের পরিপূরক হয়ে উঠেছিলেন। লুকা মদ্রিচ। রিয়ালের সঙ্গে দীর্ঘ ১৩ বছরের সম্পর্ক এবার শেষ হতে চলেছে। শনিবার রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদের। এই ম্যাচেই ৩৯ বছর বয়সি কিংবদন্তি এই তারকাকে শেষবারের মতো রিয়ালের জার্সিতে দেখা যাবে।
এদিন ইনস্টাগ্রামে তিনি বিদায়ী বার্তা দিয়েছেন। তিনি লেখেন, 'সময় এসেছে। চাইনি এই মুহূর্তটা আসুক। কিন্তু এটা ফুটবল। আর জীবনে সব কিছুরই শুরু এবং শেষ থাকে... শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের জার্সিতে শেষ ম্যাচ খেলব।' তাঁর সংযোজন, '২০১২ সালে বিশ্বের সেরা দলের জার্সি পরার ইচ্ছা নিয়ে এখানে এসেছিলাম। বড় কিছু করার করে দেখানোরও ইচ্ছা ছিল। কিন্তু এরপর এখানে যা পেয়েছি, তা ভাবতে পারিনি। একজন ফুটবলার এবং মানুষ হিসেবে আমার জীবন বদলে দিয়েছে রিয়াল মাদ্রিদ। ইতিহাসের সেরা ক্লাবটির অন্যতম সফল যুগের অংশ হতে পেরে আমি গর্বিত।'
তাঁর কথায়, 'রিয়াল মাদ্রিদকে অন্তর থেকে ধন্যবাদ। বিশেষ করে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের প্রতি কৃতজ্ঞ। তাছাড়াও সতীর্থ, কোচ এবং আমার পাশে যাঁরা থেকেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ। রিয়ালে থাকাকালীন দারুণ সব মুহূর্ত কাটিয়েছি। জিতেছি শিরোপা। কিছু ক্ষেত্রে দারুণভাবে ফিরেও এসেছি। বার্নাব্যুতে জাদুকরী রাতের অভিজ্ঞতা অভাবনীয়। এই ক্লাবের হয়ে সমস্ত কিছু জিতেছি। কেটেছে অসাধারণ সব আনন্দের মুহূর্ত। যদিও এর বাইরেও আমার মনে রিয়াল সমর্থকরা বড় জায়গা করে নিয়েছেন। আমি সম্মানিত। তোমাদের কখনও ভুলব না। তোমাদের ভালোবাসি।'
গত কয়েক মরশুম ধরেই মদ্রিচের চুক্তির মেয়াদ বাড়িয়ে চলছিল রিয়াল মাদ্রিদ। যদিও এবার আর তার ধার ধারলেন না মদ্রিচ। ইতিমধ্যেই ক্লাব ছেড়েছেন কোচ কার্লো আন্সেলোত্তি। তার উপর এবার মাদ্রিদকে বিদায় জানালেন মদ্রিচ। রিয়াল মাদ্রিদের হয়ে ৩৯৩টি ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার। গোল করেছেন ৩০টি। দীর্ঘ ১৩ বছরের কেরিয়ারে রিয়ালের জার্সিতে জিতেছেন অসংখ্য ট্রফি। অবশেষে সেই সম্পর্কে ছেদ পড়তে চলেছে।
