shono
Advertisement

Breaking News

I League 3

১০ সেকেন্ডের গোলে বিজয়নের জাতীয় রেকর্ড ভাঙলেন নরহরি

ডায়মন্ডহারবারের সাংসদ তথা ক্লাবের চিফ পেট্রন অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করেন, ‘অসামান্য কৃতিত্ব।’
Published By: Krishanu MazumderPosted: 10:44 AM Sep 04, 2024Updated: 04:15 PM Sep 04, 2024

স্টাফ রিপোর্টার: গোলকিপার সুব্রত সাঁতরার লম্বা শটটা হেডে নামিয়ে দিয়েছিলেন জবি জাস্টিন। প্রতিপক্ষ ডিফেন্ডারদের এড়িয়ে বলের দখল নিয়ে বক্সে ঢুকে পড়েন নরহরি শ্রেষ্ঠা (Naro Hari Shrestha)। গোলকিপারকে এগিয়ে আসতে দেখেই তাঁর মাথার উপর দিয়ে বলটা জালে জড়িয়ে দিলেন তিনি।
দৃশ্যটা মঙ্গলবার নৈহাটি স্টেডিয়ামে, আই লিগ ৩ (I League 3) -এ ডায়মন্ডহারবার এফসি বনাম গাজিয়াবাদ সিটি এফসির। অবশ্য যে কোনও ফুটবল ম্যাচে এভাবে গোল তো কতই হয়! তবে নরহরির এই গোল নিয়ে এত গৌরচন্দ্রিকার প্রয়োজনীয়তা কেন? প্রয়োজনীয়তা আছে।
কারণ গোলটা নরহরি করেছেন যখন, তখন ম্যাচের বয়স মাত্র ১০ সেকেন্ড। ঠিকই পড়েছেন। মিনিট নয়, সেকেন্ড। কোনও ভারতীয় ফুটবলার তো বটেই, ভারতীয় ফুটবলে এত দ্রুত গোল করতে পারেননি কেউই। এর আগে ভারতীয় ফুটবলারদের মধ্যে দ্রুততম গোলের নজির ছিল আইএম বিজয়নের। ১৯৯৯ সালে ভুটানের বিরুদ্ধে ম্যাচের ১২ সেকেন্ডেই গোল করেছিলেন তিনি। আর ক্লাব ফুটবলে সেই রেকর্ড ছিল ডেভিড উইলিয়ামসের।
২০২২ সালে মোহনবাগানের হয়ে হায়দরাবাদ এফসি-র জালে বল জড়াতে তিনি সময় নিয়েছিলেন সেই ১২ সেকেন্ডই। তবে এদিনের পর থেকে দু’টো কীর্তি নিজের করে নিলেন নরহরি। যে গোল প্রসঙ্গে ডায়মন্ডহারবারের সাংসদ তথা ক্লাবের চিফ পেট্রন অভিষেক বন্দ্যোপাধ‌্যায় টুইট করেন, ‘অসামান‌্য কৃতিত্ব।’
এদিন গাজিয়াবাদকে ৩-০ গোলে হারিয়ে আই লিগ ৩-এর অভিযানটা ভালোভাবেই শুরু করল ডায়মন্ডহারবার। বাকি দুই গোল জবি জাস্টিন আর গিরিক খোসলার। নরহরির গোলে রেকর্ড ভাঙায় খুশি বিজয়নও। ভারতীয় ফুটবলের এই কিংবদন্তি কেরল থেকে ফোনে বলছিলেন, “যে কোনও রেকর্ড তৈরিই হয় ভাঙার জন্য। নরহরি ২৫ বছর পর আমার রেকর্ড ভাঙল। আমি চাই, ও যেন আন্তর্জাতিক ম্যাচে ভারতের হয়ে দ্রুততম গোলের রেকর্ডও ভাঙে। ও এভাবেই এগিয়ে যাক। রেকর্ডের জন্য ওকে শুভেচ্ছা।”

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গোলকিপার সুব্রত সাঁতরার লম্বা শটটা হেডে নামিয়ে দিয়েছিলেন জবি জাস্টিন।
  • প্রতিপক্ষ ডিফেন্ডারদের এড়িয়ে বলের দখল নিয়ে বক্সে ঢুকে পড়েন নরহরি শ্রেষ্ঠা।
  • গোলকিপারকে এগিয়ে আসতে দেখেই তাঁর মাথার উপর দিয়ে বলটা জালে জড়িয়ে দিলেন তিনি।
Advertisement