shono
Advertisement
India Football Team

এশিয়ান কাপের বাছাই পর্বে সামনে সিঙ্গাপুর, ঘরের মাঠে আক্রমণাত্মক ফুটবল চান খালিদ

জাতীয় কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পর ঘরের মাঠে প্রথম ম্যাচ হতে চলেছে খালিদ জামিলের।
Published By: Arpan DasPosted: 11:35 AM Oct 14, 2025Updated: 11:35 AM Oct 14, 2025

স্টাফ রিপোর্টার: এশিয়ান কাপের যোগ্যতা নির্ণয় পর্বে খুব কঠিন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে ভারত। গত ম্যাচে সিঙ্গাপুরের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রাখলেও মূল পর্বে যাওয়া যে সহজ কাজ নয়, সেটা ভালোভাবেই জানেন জাতীয় কোচ খালিদ জামিল। এমন পরিস্থিতিতে মঙ্গলবার গোয়ায় সিঙ্গাপুরের বিরুদ্ধে হোম ম্যাচে নামতে চলেছেন সুনীল ছেত্রীরা। এই ম্যাচটি আবার জাতীয় কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পর ঘরের মাঠে প্রথম ম্যাচ হতে চলেছে খালিদ জামিলের।

Advertisement

সিঙ্গাপুরের বিরুদ্ধে ঘরের মাঠে নামার আগে দুটি গুরুত্বপূর্ণ সংযোজন হয়েছে ভারতীয় দলে। মোহনবাগনের দুই ফুটবলার শুভাশিস বসু ও আপুইয়াকে ডেকে নিয়েছেন খালিদ। আগের ম্যাচে লাল কার্ড দেখায় এই ম্যাচে যেহেতু নেই সন্দেশ জিঙ্ঘানের মতো সিনিয়র ফুটবলার, তাই রক্ষণের গভীরতা বাড়াতে শুভাশিসের মতো সিনিয়রকে ডেকেছেন তিনি। এই মুহূর্তে মূলপর্বের আশা বাঁচিয়ে রাখতে হলে সুনীলদের সামনে জয় ছাড়া অন্য কোনও পথ খোলা নেই। স্বাভাবিকভাবে ঘরের মাঠে সমর্থকদের সমর্থন নিয়েই জয়ের জন্য আক্রমণাত্মক ফুটবলের পরিকল্পনা রয়েছে খালিদের। সে কথা অস্বীকারও করছেন না তিনি।

এদিন জাতীয় কোচ বলেন, "এটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। এই হোম ম্যাচে ইতিবাচক ফল আশা করছি। শুরু থেকেই আক্রমণাত্মক মনোভাব থাকবে ছেলেদের।" গত ম্যাচে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলেছে ভারত। এটা মানতে নারাজ ভারতের কোচ। বরং কাফা নেশনস কাপে তৃতীয় হওয়ায় প্রত্যাশা বেড়েছে তাঁর দল নিয়ে এমনটাই মনে করছেন তিনি। যোগ করেন, "কাফা নেশনস কাপের পর প্রত্যাশার চাপ বেড়েছে। ফলাফল সব সময় এই প্রত্যাশার চাপ তৈরি করে। কিন্তু আমাদের লক্ষ্য স্থির রয়েছে। ইতিবাচক মনোভাব নিয়েই এই ম্যাচে নামব। নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।"

কেন শুভাশিস বসু আর আপুইয়াকে ডাকা হল, তার ব্যাখ্যা দিলেন খালিদ। তিনি বলেন, "ওদের প্রয়োজন ছিল বলেই ডেকেছি। বিশেষ করে শুভাশিসকে। আমার হাতে অতিরিক্ত কোনও লেফট ব্যাক ছিল না। সন্দেশের কার্ড রয়েছে। এমন পরিস্থিতিতে ওকে ব্যবহার করব বলেই ডেকেছি। আগে ডাকলে হয়তো ভালো হত। তবে এখন যা পরিস্থিতি তার ভিত্তিতেই ডাকা হয়েছে।"

আগের ম্যাচে সুনীলের পা থেকে গোল আসেনি। তা সত্ত্বেও সুনীল ছেত্রীকে দলে রাখা নিয়ে সুনীলের পাশেই খালিদ। বরং সুনীলের মতো সিনিয়র জাতীয় দলে এখনও খেললে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ কী হতে পারে, তা নিয়ে এখনই ভাবতে চান না তিনি। সুনীল সম্পর্কে বলতে গিয়ে যোগ করেন, "সিঙ্গাপুর ম্যাচে ওকে প্রয়োজন। তারপর সব কিছু ভাবা যাবে।" এখনও তিনটে ম্যাচ বাকি রয়েছে। ভারত কি পরবর্তী পর্বে যেতে পারবে? খালিদ জানান, "অন্য ম্যাচ নিয়ে ভাবতে চাই না এখন।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এশিয়ান কাপের যোগ্যতা নির্ণয় পর্বে খুব কঠিন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে ভারত।
  • সিঙ্গাপুরের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে ভারত।
  • পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রাখলেও মূল পর্বে যাওয়া যে সহজ কাজ নয়।
Advertisement