shono
Advertisement
Mohun Bagan

এগিয়ে থেকেও মুম্বইয়ের বিরুদ্ধে ড্র মোহনবাগানের, জটিল হল ইস্টবেঙ্গলের অঙ্ক

প্রায় ২০ মিনিট মুম্বইকে ১০ জনে পেয়েও জিততে পারল না মোলিনা ব্রিগেড।
Published By: Subhajit MandalPosted: 06:58 PM Mar 01, 2025Updated: 08:52 PM Mar 01, 2025

মোহনবাগান: ২ (ম্যাকলারেন, দিমি)
মুম্বই সিটি এফসি: ২ (টোরাল, নাথান)

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোহনবাগানের জন্য বরাবরই শক্ত গাঁট মুম্বই সিটি এফসি। শনিবার সেই গাঁটেই আরও একবার আটকে গেল সবুজ-মেরুন শিবির। জোড়া গোলে এগিয়ে থেকেও অ্যাওয়ে ম্যাচে মুম্বইকে হারাতে পারল না মোলিনা ব্রিগেড। প্রায় ৩৫ মিনিট মুম্বইকে ১০ জনে  পেয়েছিল সবুজ-মেরুন শিবির। তা সত্ত্বেও মুম্বই এরিনায় ম্যাচ শেষ হল ২-২ গোলে। এই ড্রয়ের ফলে মোহনবাগানের হয়তো বিশেষ কোনও সমস্যা হবে না। কিন্তু সবুজ-মেরুন শিবির মুম্বইকে হারাতে না পারায় চাপ বাড়ল ইস্টবেঙ্গলের।

এদিন মুম্বই এরিনায় ম্যাচের শুরু থেকেই লড়াইটা ছিল তুল্যমূল্য। সুযোগ পাচ্ছিল দুপক্ষই। কিন্তু আক্রমণভাগে বেশি দক্ষ ফুটবলার থাকায় অ্যাডভান্টেজ পেয়ে যায় মোহনবাগান। ম্যাচের ৩২ মিনিটে সবুজ-মেরুন শিবিরের হয়ে প্রথম গোলটি করেন ম্যাকলারেন। মাঝমাঠ থেকে ভেসে আসা বল দুর্দান্ত ক্ষিপ্রতায় মুম্বইয়ের জালে জড়িয়ে দেন তিনি। ৯ মিনিট পরেই ফের গোল পায় মোহনবাগান। এবার বাঁ প্রান্ত থেকে আক্রমণ তুলে আনেন লিস্টন কোলাসো। সেই আক্রমণ থেকেই রিবাউন্ডে গোল পেয়ে যান দিমিত্রি পেত্রাতোস। মরশুমের শুরুর দিকটা ভালো ফর্মে না থাকলেও শেষ দুম্যাচে গোল পেলেন দিমি।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ছবিটা কিছুটা বদলায়। মুম্বইকে দ্বিতীয়ার্ধে অনেক বেশি দৃঢ়প্রতিজ্ঞ দেখাচ্ছিল। আক্রমণও উঠে আসছিল ঘনঘন। একাধিকবার চাপে পড়তে হয়েছে মোহনবাগান রক্ষণবিভাগকে। ম্যাচের ৫৭ মিনিটে কর্নার থেকে একটি গোল শোধ করেন জন টোরাল। কিন্তু পরমুহূর্তেই লালকার্ড দেখতে হয় মুম্বইয়ের বিক্রম প্রতাপ সিংকে। এক জন কমে গেলেও লড়াই ছাড়েনি মুম্বই। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ৮৯ মিনিটে এসে গোল করে সমতা ফেরালেন নাথান রড্রিগেজ। এবারেও গোল এল সেই সেটপিস থেকে। শেষ পর্যন্ত ম্যাচের ফল ২-২। 

এই ড্রয়ের ফলে ২২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এল মুম্বই। শেষ ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেই তারা প্লেঅফে নিশ্চিত হয়ে যাবে। শেষ ম্যাচ হারলেও সম্ভাবনা থাকবে। মুম্বই এক পয়েন্ট পেয়ে যাওয়ায় কিছুটা হলেও জটিলতা বাড়ল ইস্টবেঙ্গলের প্লে-অফ অঙ্কে। আজ মুম্বই হারলে ইস্টবেঙ্গলের প্লে-অফে খেলার সম্ভাবনা বাড়ত। মুম্বই ৩৩ পয়েন্টে উঠে আসায় প্লে-অফের পঞ্চম স্থানটিতে ইস্টবেঙ্গলের উঠে আসার সম্ভাবনা প্রায় শূন্য হয়ে গেল। এবার প্লে-অফের শেষ জায়গাটির জন্য নর্থইস্ট এবং জামশেদপুরের বিরুদ্ধে লড়তে হবে লাল-হলুদকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মোহনবাগানের জন্য বরাবরই শক্ত গাঁট মুম্বই সিটি এফসি।
  • শনিবার সেই গাঁটেই আরও একবার আটকে গেল সবুজ-মেরুন শিবির।
  • জোড়া গোলে এগিয়ে থেকেও অ্যাওয়ে ম্যাচে মুম্বইকে হারাতে পারল না মোলিনা ব্রিগেড।
Advertisement