shono
Advertisement
East Bengal

দিমিত্রিয়সের সঙ্গে পুরো ফিট রাকিপও, ডার্বির আগে ইস্টবেঙ্গলের চিন্তা মহেশের চোট

নতুন কোচ অস্কার ব্রুজো কবে শহরে আসবেন, তা এখনও স্পষ্ট নয়।
Published By: Arpan DasPosted: 01:26 PM Oct 17, 2024Updated: 01:26 PM Oct 17, 2024

স্টাফ রিপোর্টার : বিকালের পর থেকেই একটু একটু করে মেঘ জমছিল আকাশে। পাঁচটা নাগাদ তো রীতিমতো অন্ধকার ঘনিয়ে এল।
সল্টলেকের আকাশের মতোই অন্ধকারাচ্ছন্ন দশা লাল-হলুদ শিবিরের। আইএসএলে টানা চার ম্যাচে হার। হারের হ্যাটট্রিক করে কার্লেস কুয়াদ্রাত কোচের পদ ছাড়লেও লিগ টেবলে অবস্থানে বদল হয়নি ইস্টবেঙ্গলের। নতুন কোচ হিসাবে অস্কার ব্রুজোর নাম ঘোষণা হয়ে গিয়েছে বটে। তবে এই স্প্যানিশ কোচ কবে শহরে আসবেন, তা এখনও স্পষ্ট নয়। বুধবার সন্ধ্যা পর্যন্ত ভিসার কাগজ হাতে পাননি তিনি। নতুন ফিজিক্যাল ট্রেনার জেভিয়ার স্যাঞ্চেজকে সঙ্গে নিয়েই আসছেন অস্কার। সেক্ষেত্রে বর্তমান ফিজিক্যাল ট্রেনার কার্লোস জিমেনেজের বিদায় নিশ্চিত। আসলে চোট সমস্যা মিটেও যেন মিটছে না ইস্টবেঙ্গলের। দিমিত্রিয়স দিয়ামান্তাকস, মহম্মদ রাকিপরা চোটের জন্য মাঝে দু’টো ম্যাচ খেলেননি। অবশেষে তাঁরা পুরোদমে অনুশীলন শুরু করছেন বটে। এদিকে চোটের তালিকায় নাম তুলে ফেলেছেন শেষ কয়েক বছরে দলের সবচেয়ে ধারাবাহিক ফুটবলার মহেশ সিং নাওরেম। রবিবার অনুশীলনের শেষ পর্বে পায়ে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। এরপর থেকে অনুশীলনে আসেননি। বুধবার দলের বাকিরা পুরোদমে অনুশীলন করলেও গরহাজির ছিলেন মহেশ।
এই অবস্থায় শনিবাসরীয় ডার্বিতে নামতে চলেছে ইস্টবেঙ্গল। দায়িত্বপ্রাপ্ত কোচ বিনো জর্জই আপাতত দলকে তৈরি করছেন মোহনবাগান ম্যাচের জন্য। এদিন বিকালে অবশ্য সেভাবে অনুশীলন করতে পারল না লাল-হলুদ শিবির। ওয়ার্ম আপের পর সবে সিচুয়েশন প্র্যাকটিস শুরু করেছিলেন ফুটবলাররা। মিনিট দশেকের মধ্যেই প্রবল বৃষ্টি এবং বজ্রপাতের জন্য ড্রেসিংরুমে ফিরে যেতে হয় তাঁদের। তবে সদ্য চোট সারিয়ে ফেরা দিমিত্রিয়স ও রাকিপকে প্রথম দলেই রেখেছিলেন বিনো। মনে করা হচ্ছে, মোহনবাগানের বিরুদ্ধে প্রথম একাদশে ফিরছেন তাঁরা। সেক্ষেত্রে বাদ পড়বেন লালচুংনুঙ্গা ও ক্লেটন সিলভা। পাশাপাশি মহেশের খেলা নিয়েও প্রশ্ন রয়েছে। লাল-হলুদ শিবির সূত্রে অবশ্য বলা হচ্ছে, এখন দু-তিন দিন আছে ডার্বির আগে। তবে তাঁর পরিবর্ত হিসাবে পিভি বিষ্ণু ও সায়ন বন্দ্যোপাধ্যায়কে তৈরি রাখছেন বিনো। সবমিলিয়ে জামশেদপুর এফসি ম্যাচের দলে বেশ কিছু পরিবর্তন করে ডার্বিতে নামবে ইস্টবেঙ্গল, তা বলাই যায়।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সল্টলেকের আকাশের মতোই অন্ধকারাচ্ছন্ন দশা লাল-হলুদ শিবিরের।
  • আইএসএলে টানা চার ম্যাচে হার।
  • হারের হ্যাটট্রিক করে কার্লেস কুয়াদ্রাত কোচের পদ ছাড়লেও লিগ টেবলে অবস্থানে বদল হয়নি ইস্টবেঙ্গলের।
Advertisement