সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের একবার জেতা ম্যাচ মাঠেই ফেলে এসেছে মহামেডান। কেরালার বিরুদ্ধে এগিয়ে গিয়েও ১-২ গোলে হেরেছে আন্দ্রে চেরনিশভের ছেলেরা। ম্যাচের পর সাদা-কালো ব্রিগেডের কোচ কাঠগড়ায় তুললেন রেফারিকে। ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চনার অভিযোগ তুললেন। যা নিয়ে খেলা চলাকালীন দর্শকের মধ্যেও তীব্র উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল।
কিশোর ভারতীতে ম্যাচ(ISL 2024) শেষের পর চেরনিশভ বললেন, "আমরা আইএসএলের অন্যতম সেরা দলের বিরুদ্ধে খেলেছি। ওরা দশ বছরেরও বেশি এই লিগে খেলছে। ওদের খুব ভালো ভালো খেলোয়াড় আছে। তা সত্ত্বেও আমরা শুরুটা ভাল করেছি। ওরা শক্তিশালী দল হওয়া সত্ত্বেও প্রথমার্ধে আমরাই খেলাটা নিয়ন্ত্রণ করেছি এবং গোলও করি।"
তার পরই মহামেডান কোচের বিস্ফোরণ, "দ্বিতীয়ার্ধ ওরা আক্রমণে আরও খেলোয়াড় এনে তীব্রতা বাড়ায়। কিন্তু আমরাও পেনাল্টি পেতে পারতাম। ওটা পরিষ্কার পেনাল্টি ছিল। আমি রেফারিং নিয়ে আগে কিছু বলিনি, কিন্তু এটা ঠিক হয়নি। যখনই আমাদের কোনও প্লেয়ার কাউকে আটকে দেয়, সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দেখানো হয়। এমনকী ফ্রাঙ্কাকেও হলুদ কার্ড দেখানো হয়েছে, এটা অত্যন্ত বিপজ্জনক।"
চেরনিশভ যে পেনাল্টি নিয়ে 'বঞ্চনা'র অভিযোগ তুলছেন, তা ঘটে ম্যাচের ৬৬ মিনিটে। তার কিছুক্ষণ পরই ফুঁসে ওঠেন মহামেডান সমর্থকরা। মাঠে উড়ে আসে জলের বোতল। বেশ কিছুক্ষণ খেলা বন্ধ রাখেন রেফারি। কেরালার সমর্থকদের লক্ষ্য করে জলের বোতল ছোঁড়া হয় বলেও অভিযোগ। মহামেডানের ফুটবলাররাও চেষ্টা করেন কিশোর ভারতীর জনতাকে শান্ত করার। ফের ম্যাচ শুরু হলেও মহামেডান সমতা ফেরাতে পারেনি।
এই ঘটনা নিয়ে বিবৃতি দিল কেরালা ব্লাস্টার্সও। তারা জানিয়েছে, "আমাদের সমর্থকদের উপর আক্রমণের যে খবর এসেছে, তাতে আমরা যথেষ্ট উদ্বিগ্ন। প্রতিটা ক্লাবেরই দায়িত্ব অন্য ক্লাবের সমর্থকদের জন্য নিরাপদ পরিবেশের ব্যবস্থা করা। এই ধরনের ঘটনার ফুটবলে স্থান নেই। ফুটবলার ও ভক্তদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই হবে।"