shono
Advertisement
Mohammedan SC

বকেয়ার জেরে বন্ধ আইস বাথের বরফ সরবরাহ, ডার্বির আগে নয়া বিতর্ক মহামেডান শিবিরে

মাঠের বাইরে যেমন বরফ নেই, তেমন ডার্বিতে জোসেফ আদজেইকে ছাড়াই নামতে হচ্ছে মহামেডানকে।
Published By: Arpan DasPosted: 03:57 PM Nov 08, 2024Updated: 03:57 PM Nov 08, 2024

স্টাফ রিপোর্টার : আধুনিক ফুটবলের অঙ্গ হয়ে উঠেছে আইস বাথ। অনুশীলনের ক্লান্তি কাটানোর সবচেয়ে সাশ্রয়ী এবং সুবিধাজনক পদ্ধতি হিসাবে চিহ্নিত করা হয় বরফ স্নানকেই।
কিন্তু মহামেডানের সিনিয়র দলের ফুটবলাররা গত দু’দিন ধরেই আইস বাথ নিতে পারছেন না। কারণ, বরফের জোগান বন্ধ। দু’দিন পর ফের ডার্বি খেলতে নামছে মহামেডান। শনিবার তারা মুখোমুখি হবে ইস্টবেঙ্গলের। তার আগে কোচ আন্দ্রে চেরনিশভ বারবার বলেও বরফ আনানোর ব্যবস্থা করাতে পারেননি। কিন্তু কেন এমন অবস্থা? কেন আসছে না বরফ? কেন আইএসএলে খেলা একটি ক্লাবের ফুটবলাররা আইস বাথ নিতে পারছেন না অনুশীলন শেষে? জানা যাচ্ছে, বেশ বড় অঙ্কের অর্থ বকেয়া রয়েছে বরফ সরবরাহ সংস্থার। তাই তারা বরফ সরবরাহের কাজ বন্ধ করে দিয়েছে। যার ফলেই বরফ আসছে না মহামেডানে। আর অনুশীলন শেষে আইস বাথ নিতে পারছেন না ফুটবলাররাও। যদিও এই বিষয়ে কিছু বলার জায়গায় নেই সাদা-কালো কর্তারা। সূত্রের খবর, বর্তমানে দল পরিচালনা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই নেই তাঁদের হাতে। বরং সব সিদ্ধান্তই নেয় বিনিয়োগকারী সংস্থা। এই বরফ সংক্রান্ত বিষয়টি তাদের অধীনেই রয়েছে। ফলে ডার্বির আগে ফুটবলারদের আইস বাথ বন্ধ হয়ে থাকলেও সাদা-কালো কর্তাদের কিছুই করার নেই। তবে হারের হ্যাটট্রিকের মধ্যেই নতুন বিতর্ক মহামেডান শিবিরে।
মাঠের বাইরে যেমন বরফ নেই, তেমন ডার্বিতে জোসেফ আদজেইকে ছাড়াই নামতে হচ্ছে মহামেডানকে। তাঁর হিপ জয়েন্টের সমস্যা এখনও মেটেনি। বৃহস্পতিবারও দলের সঙ্গে অনুশীলন করেননি এই ডিফেন্ডার। বরং ফিজিও অধীনে রিহ্যাব সারলেন তিনি। বাকি দলকে নিয়ে এদিন ফিজিক্যাল ট্রেনিংয়ের পর পুরোদমে সেট-পিসের অনুশীলন করালেন চেরনিশভ। যা পরিস্থিতি, তাতে হায়দরাবাদ এফসি-র কাছে চার গোল খেয়ে হারের জেরে ডার্বির প্রথম একাদশে কিছু পরিবর্তন করতে চলেছেন সাদা-কালো কোচ। গোলকিপার ভাস্কর রায়ের অভিষেক হচ্ছে এই ম্যাচে। প্রথম দলে ফিরতে চলেছেন মাকান ছোটেও। দলের পরিস্থিতি বদলাতে মরিয়া ফুটবলাররাও। গৌরব বোরা, মহম্মদ ইরশাদদের বক্তব্য, এখন থেকে তাঁদের কাছে সব ম্যাচই মরা-বাঁচার। অন্যদিকে, এদিন শেষকৃত্য সম্পন্ন হয় সিজার মাঞ্জোকির। বাবার মৃত্যুর খবর পেয়েও ম্যাচ খেলে দেশে ফিরেছিলেন তিনি। তবে দলের পাশে থাকার জন্য ডার্বির আগেই অনুশীলনে যোগ দিয়েছেন মাঞ্জোকি।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আধুনিক ফুটবলের অঙ্গ হয়ে উঠেছে আইস বাথ।
  • অনুশীলনের ক্লান্তি কাটানোর সবচেয়ে সাশ্রয়ী এবং সুবিধাজনক পদ্ধতি হিসাবে চিহ্নিত করা হয় বরফ স্নানকেই।
  • কিন্তু মহামেডানের সিনিয়র দলের ফুটবলাররা গত দু’দিন ধরেই আইস বাথ নিতে পারছেন না। কারণ, বরফের জোগান বন্ধ।
Advertisement