shono
Advertisement

Breaking News

Mohammedan SC

শেষ ম্যাচে পাঞ্জাবকে হারাতে মরিয়া মহামেডান, দলে একাধিক পরিবর্তনের ইঙ্গিত

শেষ ম্যাচে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চান মহামেডানের কোচ মেহরাজউদ্দিন ওয়াডু।
Published By: Arpan DasPosted: 03:22 PM Mar 10, 2025Updated: 03:22 PM Mar 10, 2025

স্টাফ রিপোর্টার: আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলের মঞ্চে এসেছিল মহামেডান। কিন্তু মরশুমটা রীতিমতো দুঃস্বপ্নের মতো কেটেছে। শুধু মাঠের পারফরম্যান্স নয়, কোচ নিয়ে নাটক চলেছে দীর্ঘদিন। অবশেষে হতাশাজনক মরশুম শেষ হওয়ার পথে। ঘরের মাঠে সাদা-কালো ব্রিগেডের শেষ ম্যাচ পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে।

Advertisement

শেষ ম্যাচের আগে অবশ্য আশার কথা শোনাচ্ছেন কোচ মেহরাজউদ্দিন ওয়াডু। তিনি বলছেন, "এটাই আমাদের শেষ ম্যাচ। তাই আমরা জেতার জন্য নিজেদের উজাড় করে দেব। এই মরশুমটা আমাদের মোটেই ভালো যায়নি। শেষ ম্যাচে ভালো পারফর্ম করতে। ঘরের মাঠে শেষ ম্যাচটা সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাই। আশা করছি সমর্থকদের হতাশ করব না।" পাঞ্জাবের বিরুদ্ধে দলের একঝাক তরুণ ফুটবলারকে সুযোগ দিতে চান মহামেডান কোচ। সেই দিক থেকে দেখলে সোমবার রবি হাঁসদাদের পাশাপাশি ইসরাফিল দেওয়ানরাও সুযোগ পেতে পারেন। রবি ইতিমধ্যেই খেলছেন। তবে কার্ড সমস্যায় নেই অ্যালেক্সিস গোমেজ।

প্রথম লেগে এই পাঞ্জাবের কাছেই ০-২ গোলে হেরে যান ফ্রাঙ্কারা। নিজেদের শেষ ম্যাচে গোয়ার কাছে হেরেছিল মহামেডান। পাঞ্জাব এফসি তাদের শেষ অ্যাওয়ে ম্যাচে হায়দরাবাদ এফসিকে ৩-১-এ হারিয়ে এসেছে। জয় দিয়েই মরশুম শেষ করতে চাইবে পাঞ্জাব। আর এই ম্যাচ জিতলে ইস্টবেঙ্গল, কেরালা ব্লাস্টার্সকে টপকে লিগ টেবিলে অনেকটা উপরে উঠে আসার সুযোগ থাকবে তাদের কাছে। অন্যদিকে সব শেষে পড়ে রয়েছে সাদা-কালো ব্রিগেড। ম্যাচের ফল যাই হোক না কেন, তাদের অবস্থান বদলাবে না। ঘটনা হচ্ছে, এই মরশুমে মহমেডান তাদের ১১টি হোম ম্যাচের মধ্যে একটিও জিততে পারেনি। শেষ ম্যাচে কি ভাগ্য বদলাবে?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলের মঞ্চে এসেছিল মহামেডান। কিন্তু মরশুমটা রীতিমতো দুঃস্বপ্নের মতো কেটেছে।
  • শুধু মাঠের পারফরম্যান্স নয়, কোচ নিয়ে নাটক চলেছে দীর্ঘদিন।
  • অবশেষে হতাশাজনক মরশুম শেষ হওয়ার পথে। ঘরের মাঠে সাদা-কালো ব্রিগেডের শেষ ম্যাচ পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে।
Advertisement