shono
Advertisement
Mohun Bagan

হাতের মুঠোয় লিগ শিল্ড! কোন অঙ্কে আজই টানা দ্বিতীয়বার খেতাব জয় মোহনবাগানের?

নাকি অপেক্ষায় থাকতে হবে রবিবার নিজেদের ম্যাচ পর্যন্ত?
Published By: Arpan DasPosted: 10:53 AM Feb 22, 2025Updated: 02:44 PM Feb 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাতায়-কলমে লিগ শিল্ড যেন জয় সময়ের অপেক্ষা। শনিবারই কি টানা দ্বিতীয়বার খেতাবে হাত দেবে মোহনবাগান? নাকি অপেক্ষায় থাকতে হবে রবিবার পর্যন্ত? এদিন কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামবে এফসি গোয়া। সেই ম্যাচেই ঠিক হয়ে যেতে পারে আইএসএল শিল্ডের ভবিষ্যৎ। আর নাহলে মোহনবাগানের খেতাব জয় বড়জোর একদিন দীর্ঘায়িত হতে পারে।

Advertisement

চোখ রাখা যাক অঙ্কের খাতায়। সেই হিসেব অত্যন্ত পরিষ্কার। দ্বিতীয়স্থানে থাকা গোয়ার ২০ ম্যাচে পয়েন্ট ৩৯। আর সেখানে এক ম্যাচ বেশি খেলে মোহনবাগান এগিয়ে আছে ১০ পয়েন্ট। অর্থাৎ ২১ ম্যাচে মোলিনার দলের পয়েন্ট ৪৯। হাতে এখনও তিনটি ম্যাচ। বিরাট কোনও অঘটনের সম্ভাবনাও কার্যত অসম্ভব। বিশেষ করে মোহনবাগান যে ছন্দে রয়েছে। শেষ চারটি ম্যাচের চারটিই জিতেছে। আর সেটাও কোনও গোল না হজম করে। আলবার্তো থেকে জেমি, গোল করে দলকে জেতাতে সবাই ওস্তাদ।

রবিবার ওড়িশার বিরুদ্ধে নামছে মোহনবাগান। সেই ম্যাচে তিন পয়েন্ট পেলেই ধরাছোঁয়ার বাইরে চলে যাবে তারা। সেক্ষেত্রে ২২ ম্যাচে পয়েন্ট দাঁড়াবে ৫২। গোয়া যদি তাদের চারটি ম্যাচও জেতে, তাহলে মানোলো মার্কেজের দলের সর্বোচ্চ পয়েন্ট হবে ৫১। অবশ্য রবিবার পর্যন্ত অপেক্ষার প্রয়োজন নাও করতে হতে পারে সবুজ-মেরুন ভক্তদের।

শনি সন্ধ্যাতেই লিগ শিল্ড নিশ্চিত হয়ে যেতে পারে মোহনবাগানের। কেরালার কাছে গোয়া যদি হেরে যায়, তাহলে ওই ম্যাজিক ফিগার ছোঁয়াও অসম্ভব। ফলে শনিবারই লিগ শিল্ড জয়ী হয়ে যাবে মোহনবাগান। আর যদি গোয়া ড্র করে, তাহলে পয়েন্ট দাঁড়াবে ২১ ম্যাচে ৪০। পরের তিনটি ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ৪৯। সেক্ষেত্রে পরের ৪টি ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট তুললেই চ্যাম্পিয়ন মোহনবাগান। মোলিনা যতই সাবধানতা অবলম্বন করুন না কেন, টানা দ্বিতীয়বার লিগ শিল্ড হাতের মুঠোতেই দেখছেন ভক্তরা। শুধু দেখার শনিবার না রবিবার, কবে সেটা হাতে আসে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • খাতায়-কলমে লিগ শিল্ড যেন জয় সময়ের অপেক্ষা।
  • এদিন কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামবে এফসি গোয়া।
  • সেই ম্যাচেই ঠিক হয়ে যেতে পারে আইএসএল শিল্ডের ভবিষ্যৎ।
Advertisement