shono
Advertisement
Mohun bagan

গোয়াকে হারালেই ১০০০ পয়েন্ট! প্রথম ভারতীয় ক্লাব হিসেবে ইতিহাসের দোরগোড়ায় মোহনবাগান

আইএসএলের লিগ পর্যায়ে সবুজ-মেরুনের শেষ ম্যাচ এফসি গোয়ার বিরুদ্ধে।
Published By: Arpan DasPosted: 07:54 PM Mar 02, 2025Updated: 07:54 PM Mar 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও একবার ইতিহাসের দোরগোড়ায় মোহনবাগান। আইএসএলের লিগ পর্যায়ে সবুজ-মেরুনের শেষ ম্যাচ এফসি গোয়ার বিরুদ্ধে। আর সেখানে জয় পেলেই প্রথম ভারতীয় ক্লাব হিসেবে ইতিহাস গড়বে তারা। শনিবার কোন রেকর্ডের হাতছানি মোহনবাগানের সামনে?

Advertisement

তার জন্য ফিরে যেতে হবে প্রায় ৩০ বছর পিছনে। ইতিহাসের প্রথম পাতাটা পড়ে দেখতে হবে জাতীয় লিগের সময় থেকে। ১৯৯৬-৯৭ সালে প্রথমবার জাতীয় লিগে মোহনবাগানের অর্জন ছিল ৫ ম্যাচে ৬ পয়েন্ট। আর সেখান থেকে এগিয়ে আসা যাক ২০২৫ সালে। এবার আইএসএলে মুম্বই এফসির সঙ্গে ড্র করে ২৩ ম্যাচে সবুজ-মেরুনের পয়েন্ট দাঁড়াল ৫৩। এই মোট ২৯টি মরশুমে মোহনবাগানের মোট সংগ্রহ ৯৯৭ পয়েন্ট। অর্থাৎ গোয়ার বিরুদ্ধে জিততে পারলেই ঐতিহাসিক ১০০০ পয়েন্টে পৌঁছবে মোহনবাগান। দেশের প্রথম পর্যায়ের লিগে যে পয়েন্ট অর্জনের কৃতিত্ব অন্য কোনও দলের নেই।

জাতীয় লিগের প্রথম মরশুমটা ভালো না কাটলেও, দ্বিতীয় মরশুমেই চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। ১৯৯৯-০০ সালেও ফের ভারতসেরার খেতাব। ২০০১-০২ সালে তৃতীয়বার জাতীয় লিগে সেরা হয় সবুজ-মেরুন। তারপর ২০০৭-০৮ সালে শুরু হয় আই লিগ। সেখানে প্রথম মরশুমে ১৮ ম্যাচে অর্জন ৩০ পয়েন্ট। ১৩টি মরশুমে মোট পয়েন্ট সংখ্যা ২৭৬। তার মধ্যে জয় ১২৬টি ম্যাচে। ২০১৪-১৫ ও ২০১৯-২০ মরশুমে চ্যাম্পিয়নও হয় তারা।

তারপর আইএসএলেও উড়েছে সবুজ-মেরুনের সাফল্যের পতাকা। ২০২০-২১ থেকে আইএসএলে যুক্ত হয়ে প্রথম মরশুমে সংগ্রহ ২০ ম্যাচে ৪০ পয়েন্ট। পর পর দুবার লিগ শিল্ড জয় ছাড়াও, আইএসএল কাপও জিতেছে তারা। এবার গোয়াকে শনিবার হারাতে পারলেই ভারতের প্রথম ক্লাব হিসেবে ১০০০ পয়েন্ট অর্জনের ইতিহাস গড়বে মোহনবাগান।

জাতীয় লিগ
১৯৯৬-৯৭: ৬ (৫)
১৯৯৭-৯৮: ৩৪ (১৮) চ্যাম্পিয়ন
১৯৯৮-৯৯: ২৭ (২০)
১৯৯৯-০০: ৪৭ (২২) চ্যাম্পিয়ন
২০০০-০১: ৪৫ (২২)
২০০১-০২: ৪৪ (২২) চ্যাম্পিয়ন
২০০২-০৩: ৩৩ (২২)
২০০৩-০৪: ২৪ (২২)
২০০৪-০৫: ২৩ (২২)
২০০৫-০৬: ৩০ (১৭)
২০০৬-০৭: ২১ (১৮)

আই লিগ
২০০৭-০৮: ৩০ (১৮)
২০০৮-০৯: ৪৩ (২২)
২০০৯-১০: ৩৬ (২৬)
২০১০-১১: ৩৪ (২৬)
২০১১-১২: ৪৭ (২৬)
২০১২-১৩: ২৯ (২৬)
২০১৩-১৪: ২৮ (২৪)
২০১৪-১৫: ৩৯ (২০) চ্যাম্পিয়ন
২০১৬-১৭: ৩৬ (১৮)
২০১৭-১৮: ৩১ (১৮)
২০১৮-১৯: ২৯ (২০)
২০১৯-২০: ৩৯ (১৬) চ্যাম্পিয়ন

আইএসএল

২০২০-২১: ৪০ (২০)
২০২১-২২: ৩৭ (২০)
২০২২-২৩: ৩৪ (২০)
২০২৩-২৪: ৪৮ (২২) চ্যাম্পিয়ন
২০২৪-২৫: ৫৩ (২৩)* চ্যাম্পিয়ন

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আরও একবার ইতিহাসের দোরগোড়ায় মোহনবাগান।
  • আইএসএলের লিগ পর্যায়ে সবুজ-মেরুনের শেষ ম্যাচ এফসি গোয়ার বিরুদ্ধে।
  • আর সেখানে জয় পেলেই প্রথম ভারতীয় ক্লাব হিসেবে ইতিহাস গড়বে তারা।
Advertisement