স্টাফ রিপোর্টার: আইএসএল ফাইনালের টিকিট নিয়ে হাহাকার শুরু হয়ে গেল। বৃহস্পতিবার বিকেল থেকে অনলাইনে দেওয়া শুরু হয়েছিল মোহনবাগান-বেঙ্গালুরু এফসির ম্যাচ টিকিট। দেখা গিয়েছে, দু ঘন্টার মধ্যে প্রথম দফায় যে টিকিট ছাড়া হয়েছিল তা শেষ হয়ে গিয়েছে।

টেকনিক্যালি এই ম্যাচটা মোহনবাগানের হোম ম্যাচ নয়। প্রতিযোগিতার ফাইনাল হওয়ায় এই ম্যাচের আয়োজক এফএসডিএল। স্বাভাবিকভাবেই টিকিটের নিয়ন্ত্রণ করছে এফএসডিএলই। এই ম্যাচে মোহনবাগান ও বেঙ্গালুরুকে সমান সংখ্যক টিকিট দেবে তারা। যাতে মোহনবাগান সদস্যরা টিকিট পান তার জন্য মোহনবাগান ক্লাব থেকে এফএসডিএলের থেকে টিকিট কিনে নেওয়া হয়েছে। এই টিকিট সদস্যদের কিনতে হবে টাকা দিয়ে। তবে আগে লিগের ম্যাচগুলো একশো টাকার বিনিময়ে টিকিট পেতেন সদস্যরা। এবার যেহেতু এফএসডিএল টিকিটের দাম বাড়িয়ে দিয়েছে তাই দামটা হয়ত একটু বেশি দিতে হবে।
মোহনবাগান ম্যানেজমেন্ট মনে করছেন এই ম্যাচে গ্যালারি পূর্ণ থাকবে। যা ফাইনালে সহায়তা করে কামিংসদের। যদিও গতবার ফাইনালে পৌঁছালেও মুম্বই সিটির বিরুদ্ধে জয় আসেনি। এবার আর সেই ভুল করতে চান না মোহনবাগান ফুটবলাররা। এই মরশুমে আইএসএলে এখনও পর্যন্ত ঘরের মাঠে অপরাজিত জেমি ম্যাকলারেনরা। শনিবার জিততে পারলে এই মরশুমে ডবল করার কৃতিত্বের অধিকারী হবেন তাঁরা। কিন্তু সমস্যা হল, অনলাইনে টিকিট ছাড়ার প্রায় সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাওয়ায় সাধারণ মোহনবাগান সমর্থকদের মধ্যে টিকিটের জন্য হাহাকার তৈরি হয়ে গিয়েছে। ইতিমধ্যেই কোথাও কোথাও টিকিটের কালোবাজারির খবরও পাওয়া যাচ্ছে।
এদিকে, সুপার কাপের সূচি আগেই প্রকাশ হয়ে গিয়েছিল। বাকি ছিল আই লিগ থেকে আসা তিন দল কাদের বিরুদ্ধে খেলতে নামবে সেই তিন দলকে নিয়ে লটারি। বুধবার সেই তিন দলকে নিয়েও লটারি হয়ে গেল। সেই লটারিতেই ঠিক হয়েছে, প্রতিযোগিতার প্রথম দিনেই মোহনবাগানের প্রতিপক্ষ চার্চিল। আই লিগ থেকে সুপার কাপে খেলবে চার্চিল, ইন্টার কাশী ও গোকুলাম এফসি।