জাপান: ৩ (মিনামিনো, নাকামুরা, উয়েদার)
ব্রাজিল: ২ (হেনরিক, মার্টিনেল্লি)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানটান উত্তেজনা। রোমহর্ষক ম্যাচ। শেষপর্যন্ত ইতিহাস গড়ল জাপান। চোদ্দবারের চেষ্টায় প্রথমবার ব্রাজিলকে হারিয়ে দিল উদীয়মান সূর্যের দেশ। মঙ্গলবার ঘরের মাঠে ভিড়ে ঠাঁসা দর্শকদের সামনে ২ গোলে পিছিয়ে পড়েও ব্রাজিলকে ৩-২ গোলে হারালেন নাকামুরারা।
ম্যাচের প্রথমার্ধে ব্রাজিল তাদের স্বভাবসিদ্ধ আক্রমণাত্মক ফুটবল খেলে। ম্যাচের ২৬ মিনিটে পাওলো হেনরিক এবং ৩২ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোলে ব্রাজিল ২-০ ব্যবধানে এগিয়ে যায়। প্রথমার্ধে জাপানের রক্ষণভাগ বেশ চাপে ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে জাপান যেন নতুন রূপে মাঠে ফেরে। ৫২ মিনিটে তাকুমি মিনামিনোর গোলে ব্যবধান কমায় উদীয়মান সূর্যের দেশ। এরপর ৬২ মিনিটে কেইতো নাকামুরা অসাধারণ গোল করে স্কোরলাইন ২-২ করে দেন। এরপর ঘরের মাঠের দর্শকদের শব্ধব্রহ্মকে হাতিয়ার করে উৎসাহিত জাপানি ফুটবলাররা প্রতি আক্রমণে নাকানিচোবানি খাওয়াতে থাকেন ব্রাজিলিয়দের। যার ফল মেলে ম্যাচের ৭১ মিনিটে। আয়াশে উয়েদার জাপানের হয়ে জয়সূচক গোলটি করে যান।
বিশ্ব ফুটবলে এশিয়ার মুক্তসূর্য তারাই। বিশ্বকাপের মঞ্চে অতীতে বহুবার বহু চমকপ্রদ মুহূর্ত উপহার দিয়েছে জাপান। মঙ্গলবার তেমনই এক মুহূর্তের সাক্ষী থাকল টোকিও। ৭০ হাজার দর্শকের সামনে রোমহর্ষক কামব্যাক করে ব্রাজিলকে হারাল জাপান। এর আগে ১৩ বারের চেষ্টায় ব্রাজিলকে হারাতে পারেনি জাপানিরা। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে প্রথম জয়টাও এল রোমহর্ষকভাবেই।
