সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ফুটবলে দীর্ঘদিনের অচলাবস্থার জেরে চাপে ফেডারেশন। বছর ঘুরে গেলেও আইএসএল নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ভারতীয় ফুটবলকে বাঁচাতে ফিফার হস্তক্ষেপ চেয়েছিলেন সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধুরা। ভারতীয় ফুটবল ফেডারেশনকে দুষে তারা সরাসরি ফিফার কাছে আবেদন করছেন, 'দয়া করে ভারতের ফুটবলকে বাঁচান।' এই পরিস্থিতিকে 'লজ্জাজনক' আখ্যা দিয়েছেন নর্থইস্ট ইউনাইটেড এফসি'র অন্যতম কর্ণধার জন আব্রাহাম (John Abraham)।
কয়েক দিন আগে গুরপ্রীত সিং সান্ধুর পোস্ট করা এক ভিডিওয় উপস্থিত ছিলেন সুনীল, সন্দেশ ঝিঙ্ঘান, প্রীতম কোটাল, রাহুল ভেকে, অমরিন্দর সিং প্রমুখ। এমনকী বিদেশিদের মধ্যে কার্লোস দেলগাদো, হুগো বুমো, মাইকেল জাবাকোরাও ছিলেন। সেখানে তাঁরা একবাক্যে ভারতীয় ফুটবলকে ‘বাঁচানোর’ জন্য কাতর আবেদন করেন। সুনীল-গুরপ্রীতদের সেই ভিডিও শেয়ার করে সুর চড়িয়েছেন বলিউড অভিনেতা। তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, 'আমাদের লজ্জা হওয়া উচিত। বাস্তবতা আজ এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে।'
ভারতীয় ফুটবলাররা ভিডিও বার্তায় সোজা ফিফার দ্বারস্থ হওয়ার পর চাপ বেড়ে যায় এআইএফএফের। এর মধ্যে আবার রাজনীতিও ঢুকে পড়ে। অরবিন্দ কেজরিওয়ালের মতো রাজনীতিবিদরাও বিষয়টি নিয়ে কেন্দ্রের সমালোচনা করেন। যেহেতু ক্রীড়ামন্ত্রক নিজে দাবি করেছিল, আইএসএল হবেই তাই ফেডারেশনের উপর সরকারেরও একটা চাপ ছিল। এইসব চাপের মুখে কল্যাণ চৌবেরা সিদ্ধান্ত নেন, এই মরশুমে লিগ চালাবে ফেডারেশনই। তাই কিছুটা হলেও আশার আলো জ্বলেছে।
উল্লেখ্য, আইএসএল আয়োজনের জন্য এফএসডিএল-সহ কোনও সংস্থাই আইএসএলের জন্য বিড করেনি। আইএসএলের একাধিক ক্লাবের সঙ্গে আলোচনাতেও ফেডারেশন কোনও রফাসূত্র পায়নি। তবে জানা গিয়েছে, সব ঠিক থাকলে ১৫ ফেব্রুয়ারি আইএসএল শুরু হতে পারে। মাস তিনেকের লিগের আয়োজনের খরচ ফেডারেশন চালাবে। দলগুলি চালাবে নিজেদের দলের খরচ। তার আগে অবশ্য বিতর্ক থামছে না। এই পরিস্থিতিতে গর্জে উঠলেন নর্থইস্ট ইউনাইটেড এফসি'র অন্যতম কর্ণধার জন আব্রাহামও।
