সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জমে উঠেছে বেঙ্গল সুপার লিগ। টানটান লড়াই চলছে প্রতিটা ম্যাচেই। সোমবার দু’টি ম্যাচ ছিল বিএসএলে। প্রথম ম্যাচে জেএইচআর রয়্যাল সিটি ২-০ গোলে হারাল নর্থ ২৪ পরগনাকে। গোল করলেন রবি হাঁসদা ও রিজওয়ান। যার সুবাদে লিগ টেবিলের শীর্ষে উঠে এল রয়্যাল সিটি। অন্যদিকে লতিফ কিয়েম্বের একমাত্র গোলে বর্ধমান ব্লাস্টার্স হারাল নর্থবেঙ্গল ইউনাইটেড এফসি'কে। লিগে জয়ের হ্যাটট্রিক করল সন্দীপ নন্দীর দল।
টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে সাপ-লুডোর খেলা চলছে। রবিবার ম্যাচ জিতে লিগের শীর্ষে চলে গিয়েছিল মেহতাব হোসেনের সুন্দরবন বেঙ্গল অটো এফসি। কিন্তু চব্বিশ ঘণ্টা কাটতে কাটতেই ফের বদল। ঘরের মাঠ নৈহাটি স্টেডিয়ামে নর্থ ২৪ পরগনাকে হারানো নিঃসন্দেহে যথেষ্ট শক্ত কাজ। সেই কাজটা করে দেখাল শাহিদ রামনের দল। ২১ মিনিটে রয়্যাল সিটিকে এগিয়ে দেন রবি হাঁসদা। ৬ গোল করে এই মুহূর্তে তিনি লিগের শীর্ষ গোলদাতা। প্রথমার্ধে আর গোল হয়নি। ৫১ মিনিটে ২-০ করেন রিজওয়ান। লফটেড পাস পেয়ে বক্সের মধ্যে ঢুকে ডানপায়ের শটে গোল করেন তিনি। এই জয়ের ফলে ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়্যাল সিটি।
অন্যদিকে দেরিতে হলেও ছন্দে আসছে বর্ধমান ব্লাস্টার্স। লিগের প্রথম পাঁচটি ম্যাচে হেরেছিল সন্দীপ নন্দীর দল। আগের দু'টি ম্যাচে হাওড়া-হুগলি ও কোপা টাইগার্সকে হারানোর পর এবার তাদের কাছে হারল নর্থবেঙ্গল। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বর্ধমান জিতল ১-০ গোলে। ২৮ মিনিটে লতিফের একমাত্র গোল পার্থক্য গড়ে দেয়।
৮ ম্যাচে সুন্দরবনের পয়েন্ট ১৬ নিয়ে দ্বিতীয় স্থানে সুন্দরবন। তৃতীয় স্থানে থাকা হাওড়া-হুগলি ওয়ারিয়ার্সের পয়েন্ট ১৩। ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নর্থ ২৪ পরগনা। ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এল বর্ধমান। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ছয়ে নর্থবেঙ্গল। এরপর রয়েছে এফসি মেদিনীপুর। তাদের পয়েন্ট ৭ ম্যাচে ৮। জয়হীন কোপা টাইগার্স সবার শেষে। তাদের পয়েন্ট ২।
