shono
Advertisement
ISL

আইএসএল নিয়ে ফিনান্স কমিটির সঙ্গে বৈঠকে বসতে চলেছে AIFF, কাটবে কি অচলাবস্থা?

আইনি সব দিক খতিয়ে দেখে এগোচ্ছে ফেডারেশন।
Published By: Prasenjit DuttaPosted: 11:14 AM Jan 05, 2026Updated: 01:56 PM Jan 05, 2026

স্টাফ রিপোর্টার: ফেডারেশনের ঠিক করে দেওয়া তিন সদস্যর কমিটির প্রস্তাব গৃহীত হওয়ার পর মনে হয়েছিল, সব কিছুই বোধহয় সমাধান হয়ে গেল। সেই রাতেই ক্লাবগুলোকে চিঠি পাঠিয়ে ৪ জানুয়ারির মধ্যে অংশগ্রহণের সম্মতি দেওয়ার জন্য বার্তা পাঠাতে চলেছিলেন ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণ। যে চিঠিতে ক্লাবদের জানানো হচ্ছিল, ব্রডকাস্টিংয়ের প্রোডাকশন বাবদ ফেডারেশন ৫ কোটি টাকা দেবে। বাকিটা ক্লাবরা।

Advertisement

এরপরেই ফেডারেশন কর্তাদের বোধদয় হয়, যে কোনও অর্থ বিনিয়োগের জন্য ফাইনান্স ডিপার্টমেন্টের অনুমোদনের পাশাপাশি, কার্যনির্বাহী সদস্যদের অনুমতিও লাগবে। আর তাই ফেডারেশনের তরফে ক্লাবদের প্রস্তাব পাঠানোর প্রক্রিয়া আপাতত আটকে দেওয়া হয়। ঠিক হয়েছে, আজ সোমবার ফাইনান্স কমিটির সঙ্গে মিটিংয়ে বসবেন ফেডারেশনের পদাধিকারীরা। তারপর ঠিক হবে, কার্যনির্বাহী কমিটির সঙ্গে কবে বসা হবে। এরপরেই প্রস্তাব পাঠানো হবে আইএসএলের ক্লাবদের।

ব্রডকাস্ট নিয়ে আপাতত দু'রকম ভাবনা চলছে ফেডারেশনে। একটা অংশ বলছে, রেফরিং এবং ব্রডকাস্টের প্রোডাকশন বাবদ ৫ কোটি টাকা ফেডারেশন দেবে। বাকি টাকাটা ক্লাবরা দেবে। আর লিগের ব্রডকাস্টিং নিয়ে পুরো ব্যাপারটা দেখভাল করবে ক্লাবরা। কিন্তু ফেডারেশনের আরেকটা অংশ ভাবনাচিন্তা করছে, প্রোডাকশনের পুরো ব্যাপারটাই ফেডারেশনের হাতে থাকুক। ঠিক কত টাকা খরচ করা উচিত, তা ঠিক করার জন্যই সোমবার ফাইনান্স কমিটির মিটিং ডেকেছে ফেডারেশন। তারপরেই জানানো হবে ক্লাবদের।

পাশাপাশি কমার্শিয়াল পার্টনার পাওয়ার জন্য সংশোধিত টেন্ডার ডাকার প্রস্তুতিও চলছে ফেডারেশনে। কাইতানো ফার্নান্ডেজ যে প্রস্তাব ফেডারেশন সভাপতিকে দিয়েছেন, সেখানে দেখানো আছে, ১৫ জানুয়ারি টেন্ডার ডাকা হবে। আর ৩১ জানুয়ারির মধ্যে নতুন কমার্শিয়াল পার্টনার ঠিক হয়ে যাবে। সেই প্রস্তাবে এরকমও ছিল, ৪ জানুয়ারির মধ্যে ক্লাবরা আইএসএলে খেলার সম্মতি জানানোর পর, সেদিনই এএফসিকে স্লট পাওয়ার জন্য আইএসএলের ফরম্যাট জানিয়ে চিঠি দেবে ফেডারেশন। কিন্তু কোথায় কী? ৫ জানুয়ারিতেও সেই চিঠি পাঠানো আপাতত সম্ভব হচ্ছে না ফেডারেশনের। এদিকে, ৫ জানুয়ারি সোমবার শীতকালীন ছুটির পর সুপ্রিম কোর্ট খুলছে। ফলে সংশোধিত টেন্ডার প্রকাশের জন্য আদালতেও আবেদন করতে পারবে ফেডারেশন। সব মিলিয়ে আইন মাফিক এগোতে চলেছেন ফেডারেশন কর্তারা। তাড়াহুড়ো করে কিছু করতে গিয়ে যাতে পরবর্তী ক্ষেত্রে কোনও সমস্যা না হয়, সেই কারণেই আইনি সব দিক খতিয়ে দেখে এগোচ্ছে ফেডারেশন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফেডারেশনের ঠিক করে দেওয়া তিন সদস্যর কমিটির প্রস্তাব গৃহীত হওয়ার পর মনে হয়েছিল, সব কিছুই বোধহয় সমাধান হয়ে গেল।
  • সেই রাতেই ক্লাবগুলোকে চিঠি পাঠিয়ে ৪ জানুয়ারির মধ্যে অংশগ্রহণের সম্মতি দেওয়ার জন্য বার্তা পাঠাতে চলেছিলেন ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণ।
  • যে চিঠিতে ক্লাবদের জানানো হচ্ছিল, ব্রডকাস্টিংয়ের প্রোডাকশন বাবদ ফেডারেশন ৫ কোটি টাকা দেবে। বাকিটা ক্লাবরা।
Advertisement