shono
Advertisement
ISL

বেশি খরচ করেও সম্প্রচারের স্বত্ত্ব নিজের হাতেই চায় ফেডারেশন! আইএসএল নিয়ে জট অব্যাহত

একের পর এক বৈঠক হচ্ছে আইএসএল নিয়ে।
Published By: Anwesha AdhikaryPosted: 10:36 AM Jan 06, 2026Updated: 03:26 PM Jan 06, 2026

দুলাল দে: সোমবার ফিনান্স কমিটির বৈঠকে বসেছিলেন ফেডারেশন পদাধিকারীরা। সেই বৈঠকে এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে কমিটির সদস্যদের বোঝান, ব্রডকাস্টিংয়ের প্রোডাকশন রাইট নিজেদের হাতেই রাখতে চাইছেন তারা। এর জন্য যা খরচ হবে তা ফেডারেশনই দেবে। সভাপতির এই পরিকল্পনার সঙ্গে আপাতত সহমত প্রকাশ করেছেন ফিনান্স কমিটির সদস্যরা। তবে এখানেই সব সমাধান হয়ে যায়নি। এই বিষয়টি নিয়ে মঙ্গলবার এআইএফএফের কার্যকরী কমিটিতে পেশ করা হবে। সেখানে পাশ হলে তবেই আইএসএল নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবে ফেডারেশন।

Advertisement

এই মুহূর্তে আইন মাফিক এগোতে চাইছেন তাঁরা। এখন প্রশ্ন ফেডারেশন যদি প্রোডাকশন রাইটস নিজের হাতে রাখে তাহলে পাঁচ কোটি টাকার অনেক বেশি খরচ হবে। আগে আলোচনা হচ্ছিল সম্প্রচার বাবদ পাঁচ কোটি টাকা দেবে ফেডারেশন। বাকিটা ক্লাবরা ব্যবস্থা করবে। আগে ফেডারেশনের তরফে ক্লাবগুলোকে যে চিঠি দেওয়া হয়েছিল সেখানে এমনটাই জানানো হয়েছিল। এখন যদি ফেডারেশন নিজের হাতে এই রাইটস রাখে তাহলে এই বাড়তি কয়েক কোটি টাকা খরচ নিয়ে দ্বিধা বিভক্ত ফেডারেশনের কার্যকরী কমিটির সদস্যরা।

একটা অংশ প্রশ্ন তুলেছে, যেখানে পাঁচ কোটি টাকা খরচ করলেই এই বিষয়টি সমাধান হয়ে যেতে পারত, সেখানে প্রোডাকশন রাইটস হাতে রেখে আরও বেশি টাকা খরচ করা কতটা যুক্তিসঙ্গত। এই বিষয় নিয়ে মঙ্গলবার সভায় চর্চা তুঙ্গে উঠতে পারে। আপাতত জানুয়ারির মধ্যে কমার্শিয়াল পার্টনার ঠিক করে ফেলতে চাইছে ফেডারেশন। কিন্তু কিছুতেই যেন জট ছাড়ছে না। কিছুদিন আগেই ভাবা গিয়েছিল তিন সদস্যের আইএসএল ক্লাব সমন্বয় কমিটি যে রিপোর্ট দিয়েছিল তাতেই যেন সমাধান সূত্র বেরিয়ে গিয়েছিল। কিন্তু কোথায় সেই সমাধান?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগে আলোচনা হচ্ছিল সম্প্রচার বাবদ পাঁচ কোটি টাকা দেবে ফেডারেশন। বাকিটা ক্লাবরা ব্যবস্থা করবে।
  • ফেডারেশন নিজের হাতে এই রাইটস রাখে তাহলে এই বাড়তি কয়েক কোটি টাকা খরচ নিয়ে দ্বিধা বিভক্ত ফেডারেশনের কার্যকরী কমিটির সদস্যরা।
  • আপাতত জানুয়ারির মধ্যে কমার্শিয়াল পার্টনার ঠিক করে ফেলতে চাইছে ফেডারেশন। কিন্তু কিছুতেই যেন জট ছাড়ছে না।
Advertisement