shono
Advertisement
Kylian Mbappe

দেশঁ কোচ থাকলে ফ্রান্সের হয়ে খেলবেন না, ২৫ বছরেই অবসরের 'হুমকি' এমবাপের!

একেবারেই ছন্দে নেই রিয়াল তারকা। সম্প্রতি ফ্রান্সের জাতীয় দলে ডাকও পাননি।
Published By: Arpan DasPosted: 04:45 PM Nov 09, 2024Updated: 04:45 PM Nov 09, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করেছিলেন এমবাপে। দ্বিতীয়বারের জন্য ট্রফি না জিততে পারলে প্রশংসিত হয়েছে তাঁর লড়াই। তার পর ফ্রান্সের জাতীয় দলের অধিনায়কও করেন কোচ দিদিয়ের দেশঁ। কিন্তু বর্তমানে পরিস্থিতি যেদিকে তাতে আন্তর্জাতিক জার্সি থেকে অবসরও নিতে পারেন এমবাপে। কারণ কোচের সঙ্গে ফরাসি তারকার ঝামেলা।

Advertisement

মরশুমের শুরুতেই রিয়াল মাদ্রিদে এসেছিলেন এমবাপে। কিন্তু এখনও সেই বিধ্বংসী ফর্মের দেখা মেলেনি। সম্প্রতি লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ, দুই জায়গাতেই বিধ্বস্ত হয়েছে আন্সেলোত্তির দল। এমবাপের অফ ফর্ম নিয়েও চর্চা তুঙ্গে। এর মধ্যেই উয়েফা নেশনস লিগের দল ঘোষণা করে ফ্রান্স। সামনেই ম্যাচ রয়েছে ইজরায়েল ও ইটালির সঙ্গে। আর সেখানে নাম নেই তাদের অধিনায়ক ও সেরা ফুটবলারের। অথচ তার স্পষ্ট কোনও কারণ জানাননি দেশঁ।

এর আগে নেশনস লিগের আগের পর্বের ম্যাচেও দলে ছিলেন না রিয়াল তারকা। সেবার অবশ্য বাধা ছিল চোট। কিন্তু এবার তিনি সম্পূর্ণ চোটমুক্ত। একাধিক রিপোর্টে জানা যায়, নিজের সেরা ফর্মে ফেরার জন্য সময় চান তিনি। কিন্তু ভিতরের খবর আরও চাঞ্চল্যকর বলেই জানা যাচ্ছে। দেশঁকে নিয়ে রীতিমতো ক্ষুব্ধ এমবাপের গোষ্ঠী। যেখানে তাঁর মা ও এজেন্টও রয়েছেন। কোচের সঙ্গে এমবাপের সম্পর্কের অবনতি নিয়ে শোরগোল ফুটবল দুনিয়ায়।

এমনকী, শোনা যাচ্ছে দেশঁ কোচ থাকলে আর জাতীয় দলে নাও ফিরতে পারেন তিনি। ফ্রান্সের জার্সি থেকে অবসর নেওয়ার হুমকিও দিয়ে রেখেছেন। শুধু এমবাপে নন, তাঁর ঘনিষ্ঠ কয়েকজন ফরাসি ফুটবলার দেশঁর পদত্যাগ চাইছেন। এই মুহূর্তে জাতীয় দলে ফেরার কোনও পরিকল্পনা নেই তাঁর। আপাতত স্পেনেই এমবাপে অনুশীলন করছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করেছিলেন এমবাপে।
  • দ্বিতীয়বারের জন্য ট্রফি না জিততে পারলে প্রশংসিত হয়েছে তাঁর লড়াই।
  • তার পর ফ্রান্সের জাতীয় দলের অধিনায়কও করেন কোচ দিদিয়ের দেশঁ।
Advertisement