সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দুজনের পায়েই যেন জাদু আছে। বয়স বাড়লেও মাঠে নামলে এখনও আলো ছড়ান দুই সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। শনিবার রাতে ফের বিশ্বের দুই প্রান্তে দুই মহারথীর পায়ের জাদুর সাক্ষী রইল। একদিকে এমএলএসে ইন্টার মায়ামির হয়ে হ্যাটট্রিক করে গোল্ডেন বুট পকেটে পুরো ফেললেন মেসি। অন্যদিকে রোনান্ডো কেরিয়ারের ৯৪৯ তম গোলটি করে গেলেন।
শনিবার মেজর লিগ সকারে ন্যাশভিল এসসির বিপক্ষে অনবদ্য হ্যাটট্রিক করেন মেসি। ম্যাচের ৩৪ মিনিটে জর্দি আলবার পাস পেয়ে বক্সের বাইরে থেকে বাঁ-পায়ের দারুণ শটে গোল করেন মেসি। যদিও এরপর অল্প সময়ে দুটি গোল করে ২-১ গোলে এগিয়ে যায় ন্যাশভিল। ৬৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান মেসি। ৮১ মিনিটে বাঁ-পায়ের ঘূর্ণিতে অনবদ্য হ্যাটট্রিক পূর্ণ করেন লিও। লিগের শেষ দিনের ম্যাচে মাঠে নামার আগে মেসির গোল ছিল ২৬টি। এই ম্যাচে হ্যাটট্রিকের পর তাঁর গোলসংখ্যা দাঁড়াল ২৯। ফলে এমএলএসের গোল্ডেন বুট ফের উঠল তাঁর হাতেই।
এ তো গেল মেসির কথা। রোনাল্ডো সৌদিতে জেটা করলেন সেটাও কম চমকপ্রদ নয়। ৪০ বছর বয়সে যে ক্ষিপ্রতার সঙ্গে বিশ্বমানের গোলটি তিনি করলেন সেটা সমর্থকদের মনে গেঁথে থাকার মতো। এদিন আল ফতেহর বিরুদ্ধে ম্যাচের ৫৯ মিনিটে একটি পেনাল্টি মিস করেছিলেন সিআর সেভেন। কিন্তু পরের মিনিটেই বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে অনবদ্য গোল করে সেই গোল মিসের হতাশা ভুলিয়ে দিলেন তিনি। ম্যাচটিও তাঁর দল জিতেছে ৫-১ গোলে। এটি রোনাল্ডোর কেরিয়ারের ৯৪৯তম গোল। দ্রুত হাজারের জাদু সংখ্যার দিকে এগোচ্ছেন তিনি।
