shono
Advertisement
Leo Messi

কেরলে স্থগিত আর্জেন্টিনার প্রীতি ম্যাচ, কলকাতাতেই প্রথমে আসবেন মেসি

নভেম্বরের ফিফা উইনডোতে কেরলে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার।
Published By: Subhajit MandalPosted: 10:11 AM Oct 26, 2025Updated: 10:11 AM Oct 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনা ছিলই। তাতেই সিলমোহর পড়ল। কেরলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে প্রীতি ম্যাচ লিওনেল মেসির আর্জেন্টিনার খেলার কথা ছিল, সেটা স্থগিত হয়ে গেল। শনিবার কেরলের ওই ম্যাচের আয়োজকরা সরকারিভাবে জানিয়ে দিয়েছেন, ফিফার নভেম্বর উইনডোতে ওই ম্যাচ হওয়ার কথা থাকলেও প্রয়োজনীয় অনুমতি মেলেনি। ফলে ম্যাচটি এখন আয়োজন সম্ভব হচ্ছে না। যার অর্থ কেরলের আগে মেসি আসবেন কলকাতায়। 

Advertisement

আগামী ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে ফিফা আন্তর্জাতিক উইনডোতে কেরলে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল মেসির আর্জেন্টিনার। লিওলেন মেসি তো বটেই, তাঁর নেতৃত্বে ওই ম্যাচে আর্জেন্টিনা দলে খেলার কথা ছিল রদ্রিগো দে পল, নিকোলাস ওটামেন্ডি, জুলিয়ান আলভারেজদের। মেসির আগমনকে কেন্দ্র করে জওহরলাল নেহরু স্টেডিয়ামকে ঢালাও সাজানো হয়েছে। ৭০ কোটি টাকা খরচ করে বসানো হয়েছিল নতুন ফ্লাডলাইট। ঝাঁ-চকচকে আসনও বসানো হয়েছিল। নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছিল। এমনকী দোকানপাটও এক মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

কিন্তু যা খবর তাতে নভেম্বরে মেসি আসছেন না। ম্যাচের আয়োজকরা জানিয়ে দিলেন, নভেম্বরের ফিফা ইউনডো-তে ওই প্রীতি ম্যাচ আয়োজন সম্ভব হচ্ছে না। সব প্রস্তুতি সারা হয়ে গেলেও ফিফার থেকে প্রয়োজনীয় অনুমতি মেলেনি ফলে ওই ম্যাচের আয়োজন করা যাচ্ছে না। তবে আয়োজকরা মেসির সফর পুরোপুরি বাতিল করে দিতে নারাজ। তাঁদের দাবি, ফিফার পরের কোনও উইনডো-তে ওই প্রীতি ম্যাচের আয়োজন করা হবে। তবে সেটার দিনক্ষণ কিছুই এখনও জানানো হয়নি।

কেরলে মেসি আপাতত আসছেন না। যার অর্থ, কেরলের আগেই সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পা রাখবেন কলকাতায়। আগামী ১২ ডিসেম্বর কলকাতায় পা রাখার কথা তাঁর। ১৩ ডিসেম্বর, কলকাতার যুবভারতীতে গোট কনসার্ট আয়োজিত হবে। ওই দিন একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কেরলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে প্রীতি ম্যাচ লিওনেল মেসির আর্জেন্টিনার খেলার কথা ছিল, সেটা স্থগিত হয়ে গেল।
  • ওই ম্যাচের আয়োজকরা সরকারিভাবে জানিয়ে দিয়েছেন, ফিফার নভেম্বর ইউনডোতে ওই ম্যাচ হওয়ার কথা থাকলেও প্রয়োজনীয় অনুমতি মেলেনি।
  • যার অর্থ কেরলের আগে মেসি আসবেন কলকাতায়। 
Advertisement