shono
Advertisement
Lionel Messi

'দলের উপর বোঝা হতে চাই না', ২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে সংশয়ের সুর মেসির মুখে

ফিটনেস নিয়ে চিন্তিত লিও?
Published By: Subhajit MandalPosted: 11:22 PM Nov 11, 2025Updated: 11:22 PM Nov 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিওনেল মেসিকে কি ২০২৬ বিশ্বকাপে দেখা যাবে? এই সম্ভাবনার আগে ফের বড়সড় প্রশ্নচিহ্ন বসে গেল। মেসি এখনও বিশ্বকাপ খেলার জন্য উত্তেজিত। আবার একই সঙ্গে সাবধানী। তিনি বলছেন, "আমি দলের উপর বোঝা হতে চাই না। যদি মনে হয়, যেভাবে খেলতে চাই, সেভাবে খেলতে পারব, তবেই খেলব।"

Advertisement

১৯২ ম্যাচ। ১১২টি গোল। কোপা, আমেরিকা ট্রফি, বিশ্বকাপে সোনার বল, এবং সর্বোপরি বিশ্বকাপ ট্রফি, কী নেই তাঁর ঝুলিতে! আর সেটাই যেন তাঁর দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। মেসি বলছেন, "এটা আমার জন্য বিশেষ বিশ্বকাপ। দেশের হয়ে খেলাটা সবসময় স্পেশ্যাল। বিশেষ করে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে। তাও এটা জেতার পর।" পরক্ষণেই তাঁর সাবধানী মন্তব্য, "কিন্তু আমি দলের জন্য বোঝা হতে চাই না। যদি মনে হয় দলকে সাহায্য করতে পারব। যেভাবে খেলতে চাই, সেভাবে খেলতে পারব, তবেই খেলব।"

গত ৪ সেপ্টেম্বর বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নামে আর্জেন্টিনা। ঘরের মাঠে জোড়া গোল করে দলকে ভেনেজুয়েলার বিরুদ্ধে জেতান মেসি। ওই ম্যাচ দেখতে স্টেডিয়াম পুরো ভরে গিয়েছিল। বাবার খেলা দেখতে হাজির ছিল মেসির সন্তানরাও। মেসির পরিবারের অনেক সদস্যও হাজির ছিলেন ওই ম্যাচ দেখতে। খেলা শুরুর আগেই মেসিকে কাঁদতে দেখা যায়। ম্যাচ শেষে বিশ্বজয়ী আর্জেন্টাইন মহাতারকা সাফ জানিয়ে দেন, “বয়সের কথা মাথায় রাখলে যুক্তি বলে, আমি আগামী বছর বিশ্বকাপে খেলতে পারব না। তবে আমি প্রত্যেকটা ম্যাচ ধরে এগোতে চাই।”

মেসির মুখে আবারও সেই সুর শোনা গেল। তিনি বললেন, "আমি জানি বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে বড় ব্যাপার। আমি এটা খেলার জন্য উত্তেজিত। কিন্তু এখন ম্যাচ ধরে ধরে এগোতে হবে। বেশিদুর ভাবতে চাই না।" মেসিকে কি বিশ্বকাপে দেখা যাবে? নাকি এবারে ওই বাঁ-পায়ের জাদু থেকে বঞ্চিতই থেকে যাবে ক্রীড়াবিশ্ব? আপতত সবটাই নির্ভর করছে মেসির ফিটনেসের উপর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মেসি এখনও বিশ্বকাপ খেলার জন্য উত্তেজিত।
  • তিনি বলছেন, "আমি দলের উপর বোঝা হতে চাই না।"
  • মেসি বলছেন, "এটা আমার জন্য বিশেষ বিশ্বকাপ।"
Advertisement