shono
Advertisement
Lionel Messi

১৩০০ গোলে অবদান, বিরল নজির গড়ে ইন্টার মায়ামিকে ফাইনালে তুললেন মেসি

পরের দু'টি ম্যাচ জিতলে দু'টি ট্রফি ঢুকবে মেসির ঝুলিতে।
Published By: Arpan DasPosted: 02:40 PM Nov 24, 2025Updated: 05:16 PM Nov 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেসি জাদুতে আচ্ছন্ন মেজর সকার লিগ। আর্জেন্তিনীয় মহাতারকার পা থেকে এবার বেরোল একটি গোল ও তিনটি অ্যাসিস্ট। সিনসিনাটিকে ৪-০ গোলে হারিয়ে এমএলএস ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে যেতে ইন্টার মায়ামির কোনও অসুবিধাই হল না। সেই সঙ্গে ১৩০০ গোলে অবদান হয়ে গেল লিওনেল মেসির। যার মধ্যে ৮৯৬টি গোলের সঙ্গে আছে ৪০৪টি অ্যাসিস্ট।

Advertisement

আমেরিকার লিগের পূর্বাঞ্চলের সেমিফাইনালে সিনসিনাটির মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি। লুইস সুয়ারেজকে প্রথম থেকে না খেলালেও শুরু থেকেই দাপট ছিল মাসচেরানোর দলের। ১৯ মিনিটে হেডে মায়ামিকে এগিয়ে দেন মেসি। প্রথমার্ধে ১-০ গোলেই এগিয়ে ছিল ডেভিড বেকহ্যামের ক্লাব। কিন্তু দ্বিতীয়ার্ধে ২০ মিনিটের মেসি-ম্যাজিক। তাতেই যাবতীয় আশা শেষ সিনসিনাটির।

৫৭ মিনিটে মাতেও সিলভেত্তিকে গোলের বল সাজিয়ে দেন। গোল করতে ভুল করেননি তরুণ তুর্কি। ঠিক ৫ মিনিট পর মাঝমাঠ থেকে মেসির ডিফেন্স চেরা বল যখন তাদেও আয়েন্দে পেলেন, তখন তাঁর সামনে শুধুই সিনসিনাটির গোলকিপার। অনায়াসে জালে বল জড়িয়ে দেন আয়েন্দে। ৭৪ মিনিটে ঠিক তার পুনরাবৃত্তি। এবারও মাঝমাঠ থেকে মেসির পাস ও আয়েন্দের গোল। ইন্টার মায়ামি জিতল ৪-০ গোলে।

মেজর সকার লিগে দুটো ভাগ- ইস্টার্ন কনফারেন্স ও ওয়েস্টার্ন কনফারেন্স। মায়ামি পূর্বাঞ্চলের ১৫ দলের মধ্যে তৃতীয় স্থানে ছিল। এরপর প্রতিটি অঞ্চলের ৮টি দল নিজেদের মধ্যে নক-আউট পর্ব খেলে। ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে সিনসিনাটিকে হারিয়ে ফাইনালে উঠলেন মেসিরা। সেখানে প্রতিপক্ষ নিউ ইয়র্ক সিটি। সেই ম্যাচ জিতলে উঠবে এমএলএস কাপের ফাইনালে। ৭ ডিসেম্বর সেখানে প্রতিপক্ষ কারা, তা এখনও ঠিক হয়নি। অর্থাৎ পরপর দুই ম্যাচ জিতলে দু'টি ট্রফি ঢুকবে মেসির ঝুলিতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মেসি জাদুতে আচ্ছন্ন মেজর সকার লিগ।
  • আর্জেন্তিনীয় মহাতারকার পা থেকে এবার বেরোল একটি গোল ও তিনটি অ্যাসিস্ট।
  • সিনসিনাটিকে হারিয়ে ৪-০ গোলে এমএলএস ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে যেতে ইন্টার মায়ামির কোনও অসুবিধাই হল না।
Advertisement