সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুটবল মাঠে মেসির ছায়াসঙ্গীর মতো থাকতেন। ইন্টার মায়ামির তারকাকে দর্শকদের হাত থেকে 'বাঁচাতে' একাধিকবার মাঠেও ঢুকে পড়েছেন ইয়াসিন চুয়েকো। এমনকী মেসির হয়ে বক্সিংও লড়তে চেয়েছিলেন তিনি। কিন্তু এবার সেই চুয়েকোরই মাঠে ঢোকা নিষিদ্ধ করল এমএলএস।
আমেরিকায় আসার পরই ইরাক ও আফগানিস্তানের লড়াই করা যোদ্ধাকে নিয়োগ করেছিলেন মেসি। মাঠের ধারেই সর্বক্ষণ থাকতেন। চুয়েকোর ৫০ সদস্যের একটি দল মেসির নিরাপত্তার দায়িত্বে রয়েছে। এই নিয়ে একাধিক মিমও তৈরি হয়েছে। দর্শকরা কেউ মাঠে ঢুকে পড়লে রীতিমতো পাঁজাকোলা করে তাদের বের করে দিতেন চুয়েকো। এবার সেটা বন্ধ হতে চলেছে। ইন্টার মায়ামির ম্যাচ চলাকালীন আর মাঠের ধারে থাকতে পারবেন না তিনি। মেজর সকার লিগের পক্ষ থেকে সেটা সাফ জানিয়ে দেওয়া হয়েছে।
তাতে বেজায় ক্ষুব্ধ চুয়েকো। তিনি বলছেন, "আমি সাত বছর ইউরোপে কাজ করেছি। চ্যাম্পিয়ন্স লিগ ও লিগ ওয়ানের দায়িত্বে ছিলাম। সেই সময় মাত্র ৬জন দর্শক খেলার সময় মাঠে ঢুকেছিল। কিন্তু আমেরিকায় ২০ মাসে ১৬ জন মাঠে ঢুকে পড়েছে। সেটা এখানে বড় সমস্যা। অথচ এরা ভাবছে আমিই সমস্যা। আমি শুধু মেসিকে সাহায্য করতে চাই।"
সেই সাহায্যের ব্যাপ্তি এতটাই বিস্তৃত যে মেসির জন্য বক্সিং পর্যন্ত লড়তে চেয়েছিলেন। আসলে কিছুদিন আগে ইনফ্লুয়েন্সার লোগান পল আর্জেন্টিনীয় তারকাকে বক্সিং ম্যাচে ডাকেন। কারণ মেসি যে সফট ড্রিংকসের বিজ্ঞাপন করেন, সেটা লোগান পলের সংস্থার প্রতিযোগী। তাই সমস্যার সমাধানে এই অদ্ভুত প্রস্তাব নিয়ে এসেছিলেন তিনি। আর সেটার জবাবে চুয়েকো বলেছিলেন, মেসির বদলে তাঁর সঙ্গে লড়ুক লোগান পল। তাতে লোগান রাজিও হয়েছেন। এর মধ্যেই মাঠে ঢোকার প্রবেশাধিকার হারালেন চুয়েকো।