shono
Advertisement
Cristiano Ronaldo and Lionel Messi

মায়ামিকে জেতালেন মেসি, পর্তুগাল জিতলেও পেনাল্টি মিস রোনাল্ডোর, ইজরায়েলকে ৫ গোল হালান্ডদের

পেনাল্টি মিস করলেন হালান্ড, স্পেনের তোরেসও।
Published By: Arpan DasPosted: 02:06 PM Oct 12, 2025Updated: 02:06 PM Oct 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক ফুটবলে পেনাল্টি মিসের বন্যা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে আর্লিং হালান্ড কে নেই সেই তালিকায়। তবে পর্তুগাল, নরওয়ে দু'দলই বিশ্বকাপের বাছাই পর্বে জয় পেল। ফেরান তোরেসের পেনাল্টি মিসে জিতল স্পেনও। অন্যদিকে আমেরিকার মেজর সকার লিগে আগুনে ফর্ম অব্যাহত লিওনেল মেসি। ফের জোড়া গোলের পাশাপাশি একটি অ্যাসিস্টও করলেন তিনি।

Advertisement

পেনাল্টিতে বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য নাম রোনাল্ডো। সেই তিনিই কি না আয়ারল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সময়ে পেনাল্টি মিস করলেন। ৭৪ মিনিটে তাঁর সোজা শট পা ছুড়ে বাঁচিয়ে দেন তরুণ আইরিশ গোলকিপার কাইয়োমিন কেলেহার। এফ গ্রুপের ম্যাচে দাপট ছিল পর্তুগালেরই। আয়ারল্যান্ডের গোল লক্ষ্য করে ৬টি শট মারেন বার্নার্দো সিলভারা। কিন্তু জালে বল জড়ানোর জন্য অপেক্ষা করতে হল সংযুক্ত সময় পর্যন্ত। রুবেন নেভেসের গোল শুধু পর্তুগালকে ১-০ ব্যবধানে জয় এনে দিল না, সেই সঙ্গে প্রয়াত দিয়েগো জোটাকে শ্রদ্ধার্ঘ্য জানানোর সুযোগও এনে দেয়। জোটার প্রিয় বন্ধু নেভেস এখন সেই ২১ নম্বর জার্সি পরে খেলেন।

অন্যদিকে সহজ জয় পেল স্পেন ও ইটালি। জর্জিয়ার বিরুদ্ধে ফেরান তোরেস পেনাল্টি মিস করলেও স্পেন ২-০ গোলে জেতে। গোল করেন ইয়েরেমি পিনো ও মিকেল ওয়ারজাবাল। অন্য ম্যাচে ইটালি ৩-১ গোলে হারাল এস্তোনিয়াকে। এই ম্যাচে পেনাল্টি মিস করেন মাতেও রেতেগুই। তিনি অবশ্য পরে গোলও করেন। অন্য দুটি গোল মইসে কিন ও পিও এসপোসিতো। পেনাল্টি মিসের 'প্রতিযোগিতায়' বাদ গেলেন না আর্লিং হালান্ডও। তিনি আবার দুটি সুযোগ ছাড়লেন। ইজরায়েলের বিরুদ্ধে তিনি হ্যাটট্রিকও করলেন। নরওয়ে জিতল ৫-০ গোলে। মাত্র ৪৬ ম্যাচে হালান্ডের ৫০টির বেশি আন্তর্জাতিক গোল হয়ে গেল। তার চেয়ে দ্রুত এই রেকর্ড আর কেউ করতে পারেননি।

ইউরোপে বিশ্বকাপের বাছাই পর্ব চললেও আমেরিকায় চলছে ক্লাব ফুটবল। সেখানে মেসির দাপট জারি। আরও ভালো করে বললে বার্সেলোনার পুরনো সতীর্থদের দাপট। আটলান্টার বিরুদ্ধে ইন্টার মায়ামি জিতল ৪-০ গোলে। ৩৯ ও ৮৭ মিনিটে গোল করলেন মেসি। প্রথম গোলটি বাঁপায়ের বাঁকানো শটে, দ্বিতীয়টি জর্ডি আলবার অ্যাসিস্ট থেকে। একটি গোল সুয়ারেজের। মেসির দূরপাল্লার শট থেকে আরেকটি গোল আলবার। এমএলএসের ইতিহাসে এই প্রথমবার কোনও ফুটবলার ৯টি ম্যাচে একের বেশি গোল করলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আন্তর্জাতিক ফুটবলে পেনাল্টি মিসের বন্যা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে আর্লিং হালান্ড কে নেই সেই তালিকায়।
  • তবে পর্তুগাল, নরওয়ে দু'দলই বিশ্বকাপের বাছাই পর্বে জয় পেল। ফেরান তোরেসের পেনাল্টি মিসে জিতল স্পেনও।
  • অন্যদিকে আমেরিকার মেজর সকার লিগে আগুনে ফর্ম অব্যাহত লিওনেল মেসি।
Advertisement