shono
Advertisement
India Football Team

হংকং ম্যাচের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা মানোলোর, নেই কোনও বাঙালি

বুধবার থাইল্যান্ডের বিরুদ্ধে ০-২ গোলে আত্মসমর্পণ করে ব্লু টাইগার্স।
Published By: Prasenjit DuttaPosted: 03:45 PM Jun 05, 2025Updated: 10:44 PM Jun 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০ জুন এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে হংকংয়ের মুখোমুখি হতে চলেছে ভারতীয় ফুটবল দল। তার আগে ২৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করলেন ভারতীয় দলের কোচ মানোলো মার্কেজ। যদিও সেই দলে নেই কোনও বাঙালি ফুটবলার।

Advertisement

কলকাতা থেকে দু'টো প্রস্তুতি ম্যাচ খেলে থাইল্যান্ডে গিয়েছিল ভারতীয় দল। ১০ জুন হংকংয়ের কাই তাক স্টেডিয়ামে এশিয়ান কাপ যোগ্যতাপর্বের দ্বিতীয় ম্যাচে নামার আগে বুধবার থাইল্যান্ডের বিরুদ্ধে ০-২ গোলে আত্মসমর্পণ করে ব্লু টাইগার্স। উল্লেখ্য, ভারতীয় দল থাইল্যান্ডে গিয়েছিল ২৮ সদস্যের দল নিয়ে।

২৮ জনের দল থেকে বাদ পড়েছেন ডিফেন্ডার শুভাশিস বসু, মেহতাব সিং এবং গোলরক্ষক ঋত্বিক তিওয়ারি। তাঁরা সরাসরি থাইল্যান্ড থেকে দেশে ফিরবেন বলে জানা গিয়েছে।

মার্চ মাসে বাংলাদেশের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে ভারত তাদের বাছাইপর্ব শুরু করে। তবে থাইল্যান্ডের কাছে হার হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচের আগে চাপ বাড়িয়ে দিয়েছে ভারতীয় শিবিরের।

হংকং ম্যাচের জন্য ২৫ সদস্যের ভারতীয় দল:

গোলরক্ষক: বিশাল কাইথ, গুরমিত সিং চাহাল, অমরিন্দর সিং।
ডিফেন্ডার: নাওরেম রোশন সিং, রাহুল ভেকে, কনশাম চিংলেনসানা সিং, আনোয়ার আলি, থাংজাম বরিস সিং, সন্দেশ ঝিংগান, আশিস রাই, টেকচাম অভিষেক সিং।
মিডফিল্ডার: সুরেশ সিং ওয়াংজাম, নাওরেম মহে, আয়ুশ ছেত্রী, উদান্ত সিং, লালেংমাউয়া রালতে, লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ান, ব্র্যান্ডন ফার্নান্দেস, নিখিল প্রভু।
ফরোয়ার্ড: সুনীল ছেত্রী, এডমন্ড লালরিনডিকা, মনভীর সিং, সুহেল ভাট, লালিয়ানজুয়ালা ছাংতে।
প্রধান কোচ: মানোলো মার্কেজ

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১০ জুন এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে হংকংয়ের মুখোমুখি হতে চলেছে ভারতীয় ফুটবল দল।
  • তার আগে ২৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করলেন ভারতীয় দলের কোচ মানোলো মার্কেজ।
  • যদিও সেই দলে নেই কোনও বাঙালি ফুটবলার।
Advertisement