দুলাল দে: মারাত্মক কিছু পরিস্থিতি না বদলালে ১০ জুন এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের হংকংয়ের ম্যাচের পরই পদত্যাগ করবেন জাতীয় ফুটবল কোচ মানোলো মার্কুয়েজ। তিনি থেকে যাবেন এফসি গোয়ার কোচ হিসেবেই। ফেডারেশনের সাম্প্রতিক অবস্থা দেখে ঘনিষ্ঠ মহলে এরকমই ইচ্ছে প্রকাশ করেছেন মানোলো।
চুক্তি শেষের আগেই ইগর স্টিমাচকে বাতিল করার জন্য ক্রোয়েশিয়ার কোচকে মোটা অর্থ ক্ষতিপূরণ দিতে হয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশনকে। ফলে আর্থিক সমস্যার জন্যই টানা চুক্তিতে কোনও জাতীয় কোচ নেওয়া সম্ভব ছিল না। অনেকটা বাধ্য হয়েই প্রথম বছরের জন্য ম্যাচ ভিত্তিক আর্থিক চুক্তিতে মানোলোকে জাতীয় কোচ হিসেবে নিয়োগ করা হয়। তবে চুক্তিমতো মে থেকে জাতীয় কোচ হিসেবে মানোলোর সঙ্গে টানা চুক্তি করেছে ফেডারেশন। চাকরি ছেড়ে দেবেন এফসি গোয়ার। সেভাবেই চুক্তি হয়েছে মানোলোর সঙ্গে। কিন্তু ফেডারেশনের বর্তমান পরিস্থিতি দেখে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, জাতীয় দলের থেকে এফসি গোয়ায় কোচিং করানোটাই ভালো অপশন। এরমধ্যে সুপার কাপে এফসি গোয়াকে চ্যাম্পিয়ন করিয়েছেন তিনি। ফলে এএফসি খেলার সুযোগ পেয়েছে গোয়া। এই অবস্থায় ঘনিষ্ঠ মহলে মানোলো জানিয়েছেন, সামনে যেহেতু হংকংয়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ রয়েছে, তাই ওই ম্যাচের পর সরে দাঁড়াবেন জাতীয় কোচের পদ থেকে। ফের কোচ হিসেবে নিযুক্ত হবেন এফসি গোয়ায়।
কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিতে চলেছেন মানোলো? এই মুহূর্তে ফেডারেশনের পুরো ইস্যুটাই রয়েছে সুপ্রিম কোর্টের অধীনে। ১৫ জুলাই গ্রীষ্মাকালীন ছুটি শেষ হলে ফেডারেশনের সংবিধান নিয়ে রায় জানাবে সুপ্রিম কোর্ট। ততদিন পর্যন্ত ফেডারেশনের পক্ষে নতুন করে কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে না। এমনকী এফএসডিএলের সঙ্গেও চুক্তি নবীকরণ নিয়ে কোনও মিটিংও করতে পারবে না ফেডারেশন। এই অবস্থায় জাতীয় কোচ হলে শিবির করা থেকে বিদেশে প্রস্তুতি, ফেডারেশন থেকে আদৌ কতটা সাহায্য পাওয়া সম্ভব হবে, সত্যিই কেউ জানে না। তার উপর জাতীয় দলের অবস্থা এতটাই খারাপ যে, অবসর নিয়ে ফেলা সুনীল ছেত্রীকে পর্যন্ত ফিরিয়ে নিয়ে আসতে হয়েছে।
এমনও শোনা যাচ্ছে, সুনীল ছেত্রীর অবসর ভেঙে ফেরার পিছনে মানোলোর ততটাও হাত ছিল না, যতটা শোনা যাচ্ছে বা ফেডারেশনের তরফে বলা হচ্ছে। সব মিলিয়ে জাতীয় কোচ নিজেই জানেন না, এই অবস্থায় এফসি গোয়া ছেড়ে জাতীয় দলের কোচিং করা আদৌ কোনও ভালো সিদ্ধান্ত কি না। ফলে ভারতীয় ফুটবলের ঘনিষ্ঠ লোকজনের সঙ্গে পরামর্শ করে মানোলো ঠিক করেছেন, হংকং ম্যাচের পরই জাতীয় কোচের পদ থেকে সরে দাঁড়াতে পারেন। ফের ফিরে যেতে পারেন এফসি গোয়ায়। তাঁর এই মনের ইচ্ছে ইতিমধ্যে এফসি গোয়ার কর্তাদের কাছেও জানিয়েছেন মানোলো। যে কারণে, মানোলো ছেড়ে দেওয়ার পরেও এখনও নতুন কোচ নিয়োগ করেনি গোয়া। এখন দেখার শেষ পর্যন্ত সত্যিই মানোলো জাতীয় কোচের পদ থেকে সরে দাঁড়ান কিনা।
