সুবীর দাস, কল্যাণী: বিজেপি বিধায়ক অসীম সরকারকে প্রাণনাশের হুমকি! ফোনে তাঁকে 'কুচি কুচি' করে কেটে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলেও অভিযোগ হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়কের। এরপরেই শুক্রবার রাতে চাকদহ থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করেন তিনি। বিধায়কের দাবি, কোরান নিয়ে বক্তব্য রাখার কারণেই হুমকির মুখে পড়তে হচ্ছে। যদিও এতে ভীত নন বলেও জানিয়েছেন বিজেপি নেতা। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বিজেপি বিধায়ক তথা কবিয়াল অসীম সরকার বলেন, ''শুক্রবার বিকেলের পর থেকে একাধিক ফোন নম্বর থেকে ফোন করে বিভিন্নভাবে হয়রানি করা শুরু হয়। অকথ্য ভাষায় কথা বলা হচ্ছে, গালিগালাজ করা হচ্ছে।'' শুধু তাই নয়, কুচি কুচি করে কেটে ফেলারও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ বিধায়কের। শুধু শুক্রবার নয়, আজ শনিবারও শতাধিক ফোন তাঁর কাছে এসেছে বলে দাবি তাঁর। এই অবস্থায় ফোন ধরাই বন্ধ করে দিয়েছেন। এদিন অসীম সরকার বলেন, ''শনিবার সকাল থেকে শতাধিক ফোন এসেছে। বিরক্ত হয়ে ফোন ধরাই বন্ধ করে দিয়েছি।'' চাকদহ থানায় একাধিক ফোন নম্বর দিয়ে এই সংক্রান্ত অভিযোগ দায়ের করেছেন কবিয়াল।
অন্যদিকে বিজেপি বিধায়কের বিরুদ্ধে পালটা থানায় অভিযোগ জানিয়েছেন বেশ কয়েকজন ইমাম। শুধু তাই নয়, অসীম সরকারের বিরুদ্ধে প্রতিবাদও জানান তাঁরা। অভিযোগ, ‘ধর্মগ্রন্থ নিয়ে বিজেপি বিধায়ক অপপ্রচার করছেন বিধায়ক।’ সম্প্রতি বিজেপির একটি প্রতিবাদ আন্দোলন থেকে সংবাদমাধ্যমের সামনে কোরান নিয়ে বেশ কিছু মন্তব্য রাখেন হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক কবিয়াল অসীম সরকার। যা নিয়ে ঝড় উঠেছে সমাজমাধ্যমে। এরপরেই পালটা বিজেপি বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের ইমামদের।
