স্টাফ রিপোর্টার: এবারের সুপার কাপে চমক দিয়েছে গোয়ার ডেম্পো এসসি। পাঁচবারের ভারতসেরা ক্লাবটি ভারতীয় স্কোয়াড নিয়ে রুখে দিয়েছে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মতো তারকাখচিত প্রতিপক্ষকে। সুপার কাপে বেঙ্গালুরু এফসি'র বিরুদ্ধে নামার আগে তাদের লড়াই প্রেরণা দিচ্ছে মহামেডানকে।
আর্থিক সমস্যা ও ফিফার শাস্তির যুগপৎ চাপে চলতি মরশুমে বেশ চাপে রয়েছে মহামেডান। এমনিই দলে পর্যাপ্ত ফুটবলার নেই। তার উপর সুপার কাপে খেলানো যাবে না অপেশাদার চুক্তি থাকা প্লেয়ারদের। তাই মাত্র ১৬ জনকে নিয়ে বৃহস্পতিবার বিদেশি এবং জাতীয় দলের ফুটবলারে সমৃদ্ধ বেঙ্গালুরুর মুখোমুখি হবে মহামেডান।
তার আগে দলের কোচ মেহরাজউদ্দিনের কথায়, “ডেম্পোর এই লড়াইয়ের কথা আমি ছেলেদের বলেছি। যদিও ওরা দীর্ঘদিন এক দল ধরে রেখেছে। আই লিগ খেলা প্লেয়ার আছে। আমার ছেলেদের তেমন অভিজ্ঞতা নেই। তবে আমাদের যেটুকু সামর্থ্য আছে, তাই নিয়েই লড়াই।”
স্কোয়াডে থাকা ২১ জনের মধ্যে পাঁচ ফুটবলার অ্যামেচার কন্ট্রাক্ট থাকায় অংশ নিতে পারবেন না সুপার কাপে। সূত্রের খবর, এই পাঁচ জন উপেন টুডু, বৈদ্যনাথ মুর্মু, অর্পিত ছেত্রী, শুভেন্দু মালিক ও শাহরুখ। তবে রেজিস্ট্রেশন না করাতে পারলেও এই পাঁচ ফুটবলারকে নিয়ে যাওয়া হয়েছে গোয়ায়। ডুরান্ডেও বিদেশিহীন দলকেই নামিয়েছিল তারা। সেই প্রতিযোগিতায়ও প্রথম রাউন্ড টপকাতে পারেনি অ্যাডিশনরা। এবার সেই ডুরান্ড কাপের পথে হেঁটেই সুপার কাপ খেলতে হবে সাদা-কালো ব্রিগেডকে।
