সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপার কাপ শুরুর মুখে রীতিমতো ফুরফুরে মেজাজে ছিল মোহনবাগান। চাপে ছিল ইস্টবেঙ্গল। কিন্তু ডেম্পো ম্যাচ ড্র হতেই ঘুরে গিয়েছে পুরো পরিস্থিতি। এখন সুপার কাপের সেমিফাইনালে যেতে হলে হারাতেই হবে প্রবল প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে। সেই মরণ-বাঁচন ম্যাচের আগে অধিনায়ক শুভাশিস বসুকে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হলেন সবুজ-মেরুন কোচ জোসে মোলিনা। ইস্টবেঙ্গলকে হারিয়ে তিনি সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে চান বলে জানিয়েছেন বাগান কোচ।
দিমিত্রি, কামিংস, ম্যাকলারেনদের মতো বিশ্বকাপার সমৃদ্ধ ফরোয়ার্ড লাইন বিদেশিহীন ডেম্পোর ডিফেন্স ভেদ করে গোল করতে পারেনি। এটা তো অবশ্যই ভাবনার বিষয়। তবে সেসব ভুলে তাঁর ভাবনায় শুক্রবারের মহাডার্বি। মোলিনা বলেন, "প্রত্যেক সমর্থক চান ডার্বি জিতুক মোহনবাগান। আমরা আগেও তাদের আশা পূরণ করেছি। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ জয়ের প্রত্যাশা থাকে সব সময়। আগামিকালও এর ব্যতিক্রম হবে না। সমর্থকদের প্রত্যাশা পূরণের লক্ষ্য নিয়েই মাঠে নামা।"
মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু বলেন, "ইস্টবেঙ্গল এখন অনেক বেশি কম্পিটিটিভ ফুটবল খেলছে। তাই যত বেশি ডার্বি হবে, তত ভালো আমাদের জন্য। কারণ এতে নিজেদের বুঝে নেওয়া যায়। সমর্থকরা সব সময় চান ডার্বি জিতুক দল। আমার কাছে এই ম্যাচ সুপার কাপের ফাইনালের মতো। সব সময় ম্যাচটা জিততে। আমরা অনেক সুযোগ তৈরি করছি। দুর্ভাগ্যবশত গোল আসছে না। তবে ম্যাচ তো জিতছি। সদ্য শিল্ডও জিতেছি। ফোকাস থাকবে সেটপিসে। চেষ্টা করব সেটপিসকে গোলে রূপান্তর করার।"
অন্যদিকে মোহনবাগান কোচ আরও বলেন, "ড্র করার লক্ষ্যে মাঠে নামার থেকে জেতার মানসিকতা নিয়ে মাঠে নামলে বেশি এগিয়ে থাকব। আমরা মোহনবাগানে আছি। সমর্থকরা যে আমাদের জয়ের জন্য ভাববেন, সেটাই স্বাভাবিক। এটা আমাদের অতিরিক্ত চাপের নয়। এই ডার্বি জিততে হবেই। ইস্টবেঙ্গলকে হারিয়ে সমর্থকদের খুশি করতে চাই।" এই মরশুমে মোহনবাগান ফুটবলারদের ফিটনেস নিয়েও প্রশ্ন উঠছে। কামিংস, দিমিত্রিরা গোলের মধ্যে নেই। এই প্রসঙ্গে মোলিনার সংযোজন, "এই মরশুম কারও জন্য সহজ নয়। ধারাবাহিকভাবে কোনও ম্যাচ না হলে সেরাটা দেওয়া কঠিন হয়। ট্রেনিং করে ফিট হওয়া যায় না। প্রতিদ্বন্দ্বিতা থাকলে ধীরে ধীরে সেরাটা বেরিয়ে আসবে।"
উল্লেখ্য, ম্যাচের আগে উতোরদার মাঠে বৃষ্টির মধ্যে তাঁদেরই প্র্যাকটিস করানো হয়, যাঁরা মঙ্গলবার ডেম্পোর বিরুদ্ধে শুরুতে দলে ছিলেন না। বাগান কোচ বলছিলেন, ‘‘যে অবস্থাতেই থাকি, আমরা ডার্বি খেলতে নামব জেতার মানসিকতা নিয়ে। গ্রুপে কী পজিশনে রয়েছি, ম্যাচে নামার আগে সেগুলি খুব একটা কিছু গুরুত্বপূর্ণ হবে বলে মনে হয় না।’’ ডেম্পোর বিরুদ্ধে ম্যাচে যেভাবে গোল মিস হয়েছে, তা নিয়ে অনুশীলনে খেটেছে গোটা দল। আশা, ডার্বিতে সব ঠিকঠাক হয়ে যাবে। এমন একটা ম্যাচে সমর্থকদের মিস করবেন সবুজ-মেরুন কোচ। তিনি বলেন, ‘‘এরকম বড় ম্যাচে গ্যালারি ফাঁকা থাকলে সত্যিই ভাল লাগে না। তবে মোহনবাগান সমর্থকরা নিশ্চয়ই টিভিতে ম্যাচ চলাকালীন আমাদের সমর্থন জানাবেন।’’
