shono
Advertisement
Mohun Bagan

এএফসি'র ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়ায় উত্তীর্ণ মোহন-ইস্ট, বিপাকে মহামেডান

১৫টি ভারতীয় ক্লাব প্রিমিয়ার-১ লাইসেন্সের জন্য আবেদন করেছিল।
Published By: Prasenjit DuttaPosted: 11:54 AM May 16, 2025Updated: 11:54 AM May 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিগত কয়েক বছর ধরে ধারাবাহিকতার অপর নাম মোহনবাগান। এবারেও তারা দ্বিমুকুট জয়ী দল। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এ এবার নিজেদের মেলে ধরবে সবুজ-মেরুন ব্রিগেড। তার আগেই মোলিনা বাহিনীর জন্য সুখবর। এএফসি'র ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়ায় পাশ করল মোহনবাগান। এর ফলে স্বাচ্ছন্দ্যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টুয়ে খেলতে পারবে মেরিনার্সরা।

Advertisement

এমন খবরে যারপরনাই খুশির হাওয়া মোহনবাগান শিবিরে। সমর্থকরাও আনন্দিত। লাইসেন্সিং প্রক্রিয়ায় উত্তীর্ণ হয়েছে মোহনবাগানের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলও। তবে কলকাতার আরেক ক্লাব মহামেডান স্পোর্টিংয়ের লাইসেন্সিংয়ের আবেদন গ্রাহ্য হয়নি। আবেদন আটকে গিয়েছে চার্চিল ব্রাদার্স ও ইন্টার কাশীরও।

আইএসএলের ১৩টি ক্লাব এবং আই লিগ থেকে আইএসএলে ওঠার দৌড়ে থাকা দুই ক্লাব-সহ মোট ১৫টি ভারতীয় ক্লাব প্রিমিয়ার-১ লাইসেন্সের জন্য আবেদন করে। প্রসঙ্গত, কোনওরকম সমস্যা ছাড়াই এই পরীক্ষায় পাশ করে একমাত্র পাঞ্জাব এফসি। মোহনবাগান, ইস্টবেঙ্গল-সহ সাত আইএসএল ক্লাব বিচারাধীন প্রক্রিয়ায় শর্তসাপেক্ষে উত্তীর্ণ হয়েছে। বাকি ক্লাবগুলি হল বেঙ্গালুরু এফসি, মুম্বই সিটি এফসি, জামশেদপুর এফসি, এফসি গোয়া এবং চেন্নাইয়িন এফসি। এই সব ক্লাবের আইএসএল বা এএফসি'র প্রতিযোগিতায় খেলতে কোনও বাধা নেই।

অন্যদিকে, মহামেডান ছাড়াও লাইসেন্সিং প্রক্রিয়ায় উত্তীর্ণ হতে পারেনি ডুরান্ড কাপ জয়ী নর্থইস্ট ইউনাইটেড, হায়দরাবাদ এফসি, কেরালা ব্লাস্টার্স এফসি, ওড়িশা এফসি'র মতো ক্লাবগুলি। তারা আইএসএল খেলার জন্য আবার লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে। যদিও এএফসি'র কোনও প্রতিযোগিতায় এই ক্লাবগুলি খেলতে পারবে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এএফসি'র ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়ায় পাশ করল মোহনবাগান।
  • এর ফলে স্বাচ্ছন্দ্যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টুয়ে খেলতে পারবে মেরিনার্সরা।
  • এমন খবরে যারপরনাই খুশির হাওয়া মোহনবাগান শিবিরে।
Advertisement