shono
Advertisement
Mohun Bagan Election

জুনের প্রথম সপ্তাহেই মোহনবাগান নির্বাচনের দিন ঘোষণা! পাঁচ দিন ধরেও হতে পারে ভোট

মোহনবাগান নির্বাচনের জন্য প্রাথমিক ভোটার তালিকাও তৈরি।
Published By: Subhajit MandalPosted: 12:02 AM May 14, 2025Updated: 12:07 AM May 14, 2025

প্রসূন বিশ্বাস: মোহনবাগান নির্বাচন কি এবার পাঁচ দিন ধরে হবে? সন্ধ্যে সাতটা থেকে নটা পর্যন্ত ভোট দিতে পারবেন বৈধ ক্লাব সদস্যরা? এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে মঙ্গলবার মোহনবাগান নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের একটি মন্তব্যের পর এমনটাই জল্পনা শুরু হয়ে গিয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতির ইঙ্গিত, কোনওভাবে ছুটির দিন ভোট করানো না গেলে, কাজের দিনে টানা পাঁচদিন ব্যাপী ভোট করানো যেতে পারে।

Advertisement

মোহনবাগান নির্বাচনের দিন কবে ঘোষণা করা হবে এই প্রসঙ্গে অসীম রায় বলেন, “চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করার পর ভোটের দিন ঘোষণা আশা করতে পারেন। ছুটির দিন যদি ভোট না করতে পারি, সপ্তাহের অন্যদিন ভোট করতে হয় তাহলে পাঁচদিন সন্ধ্যে সাতটা থেকে ন'টায় ভোট হতে পারে। এই বিষয়টাও আমার মাথায় ঘুরছে।” আশা করা যাচ্ছে, জুনের প্রথম সপ্তাহে নির্বাচনের দিন ঘোষণা করতে পারেন নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান। পাঁচ দিন ধরে নির্বাচন হওয়া প্রসঙ্গে সৃঞ্জয় বোস বলেন, “ওঁনার মন্তব্য শুনিনি। তবে আমি জানি উনি বিচারপতি হওয়ার আগেও উনি মোহনবাগানী। উনি ভালো করেই জানেন মোহনবাগানীরা কীভাবে ভোট দিতে আসেন। আমি আশা করব উনি এমন একটা ভোটের দিন ঠিক করবেন যাতে সব মোহনবাগানীরা এসে একসাথে উৎসবের আবহে ভোট দেবে।”

মোহনবাগান নির্বাচন নিয়ে রীতিমতো সরগরম ময়দান। মঙ্গলবার ক্লাব তাঁবুতে নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায় ক্লাব সচিব দেবাশিস দত্ত ও প্রাক্তন সচিব সৃঞ্জয় বোসের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন। এদিনই প্রাথমিক ভোটার তালিকাও তৈরি হয়েছে। এবারের মোহনবাগান নির্বাচনে ভোট দেওয়ার জন্য ৬৮১৮ জন ক্লাব সদস্য কার্ড নবীকরণ করিয়েছেন। একই সঙ্গে দুটি সংবাদপত্রে এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করে ক্লাবে ঝুলিয়ে দেওয়া হবে এই প্রাথমিক ভোটার তালিকা। সেই বিজ্ঞপ্তিতে বলা থাকবে ক্লাব সদস্যরা ১৫-২১ মে-র মধ্যে ক্লাবে এসে অথবা ক্লাবের ওয়েবসাইটে দেখে আসতে পারবেন নিজের কার্ডের বিবরণ। যদি সেখানে কোনও ভুল থাকে তাহলে এই সময়ের মধ্যে ক্লাবকে জানাতে হবে সেই বিষয়টি। এই ভুল সংশোধনের পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তারপরেই ভোটের দিন ঘোষণা করবে নির্বাচনী বোর্ড।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মোহনবাগান নির্বাচন নিয়ে রীতিমতো সরগরম ময়দান।
  • মঙ্গলবার ক্লাব তাঁবুতে নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায় ক্লাব সচিব দেবাশিস দত্ত ও প্রাক্তন সচিব সৃঞ্জয় বোসের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন।
  • এদিনই প্রাথমিক ভোটার তালিকাও তৈরি হয়েছে।
Advertisement