সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোট কিছুতেই পিছু ছাড়ছে না। দিনের পর দিন কাটছে মাঠের বাইরে। কিন্তু নেইমারের মনের জোর কমছে না। তাই ডাক্তারের আপত্তি উড়িয়ে মাঠে নামলেন ব্রাজিলীয় ফুটবল তারকা। আর অবনমনের লড়াই লড়তে থাকা স্যান্টোসকে গোল করে জেতালেন। একই সঙ্গে যেন নিজেকে প্রমাণের লড়াইও চলছে তাঁর। পরের বছর বিশ্বকাপে ব্রাজিলের জার্সি পরার জন্য মরিয়া তিনি।
আসলে বহুদিন ধরেই ব্রাজিল দলের বাইরে নেইমার। এমনকী পরের বছর বিশ্বকাপে ব্রাজিল কোচ কার্লো আন্সেলোত্তি যে দল পরিকল্পনা করছেন, তাতে নেইমারের জায়গা হবে না বলেই মনে করা হচ্ছে। দুই বছরের বেশি সময় তাঁর গায়ে বিখ্যাত হলুদ জার্সি ওঠেনি। যোগ্যতা অর্জন পর্বে ডাক পাননি। ক্রমাগত ভোগাচ্ছে চোট-আঘাতের সমস্যা। এক ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেও পরের ম্যাচে চোটের জন্য মাঠে নামতে পারছেন না।
এদিকে স্পোর্ট রেসিফের বিরুদ্ধে ছোটবেলার ক্লাব স্যান্টোসের মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। অবনমন আতঙ্কে ভুগছে স্যান্টোস। এই ম্যাচে নেইমারের খেলা নিয়েও সংশয় ছিল। চোট নিয়ে ম্যাচ খেলায় ডাক্তাররা আপত্তি করেছিলেন। সেই সব উড়িয়ে মাঠে নামলেন তিনি। ম্যাচের প্রথম গোলটিও করলেন। শেষ পর্যন্ত স্যান্টোস জিতল ৩-০ গোলে। অবনমন আতঙ্কও কাটিয়ে উঠল তারা।
কিন্তু এই দায়বদ্ধতা দেখিয়েও কি ব্রাজিল দলে জায়গা হবে? যা নিয়ে ব্রাজিলের বর্তমান অধিনায়ক মারকিউনোস বলেন, "নেইমারের কাজটা সহজ নয়। যদি ও ফিট রাখে, ফর্ম ফিরে যায়, তাহলে কামব্যাক হতে পারে। আমি আশা করব, নেইমার বিশ্বকাপে খেলবে।"
