shono
Advertisement

Breaking News

ISL

'আইএসএলের তারিখ না জেনে দল গড়ব না', ফেডারেশনের ভূমিকায় ক্ষুব্ধ চার্চিল

গত ৪৫ বছর ধরে তিনি একাই টেনে নিয়ে চলেছেন ভারতীয় ফুটবলের অন্যতম সেরা ক্লাব চার্চিল ব্রাদার্সকে।
Published By: Anwesha AdhikaryPosted: 02:01 PM Oct 30, 2025Updated: 02:01 PM Oct 30, 2025

দুলাল দে, মারগাঁও: তিনি নিজেই ভারতীয় ফুটবলের এক চলমান ইতিহাস। শুধুই কি সাফল্য? ওডাফা ওকোলি, ওসমানু, কালু-সহ কত বিদেশি ফুটবলারকে ভারতীয় ফুটবলের পাপপ্রদীপের আলোয় এনেছেন বছরের পর বছর ধরে। আজ না হয় ভারতীয় ফুটবলে কর্পোরেটের দাপাদাপি। কিন্তু গত ৪৫ বছর ধরে তিনি একাই টেনে নিয়ে চলেছেন ভারতীয় ফুটবলের অন্যতম সেরা এবং ঐতিহ্যবাহী ক্লাব চার্চিল ব্রাদার্সকে। আর তিনি বলতে চার্চিল আলেমাও। গোয়ার প্রাক্তন মন্ত্রী। দক্ষিণ গোয়ার ভারকার একছত্র সম্রাট। যাঁর নিজের কথায়, 'গত ৪৫ বছরে চার্চিল ব্রাদার্সের জন্য ঘরের থেকে প্রায় ৬০০ কোটি টাকা খরচ করেছি। জমি বিক্রি করেছি ফুটবল দল গড়তে গিয়ে। এখন ভারতীয় ফুটবলের রকম সকম দেখে মনে হচ্ছে, ফুটবলে টাকা খরচ করে বোধহয় সত্যিই ভুল করে ফেলেছি। ক্রিকেটে এই টাকাটা খরচ করলে, এতদিনে ক্রীড়া প্রশাসক হিসেবে দারুণ জায়গায় থাকতাম।"

Advertisement

চার্চিল ব্রাদার্সে সুভাষ ভৌমিক কোচ থাকাকালীন শেষবারের মতো ভারকায় তাঁর বাড়িতে গিয়েছিলাম। তারপর দীর্ঘদিন পর ফের যাওয়া। চার্চিল আলেমাওয়ের বাড়ি হচ্ছে গোয়া ফুটবলের পীঠস্থানের মতো। ঘরগুলির কোনও বদল নেই। দেওয়ালের রং চটেছে। আই লিগ জয়ী ওডাফা-গৌরমাঙ্গিদের ছবির লাল রঙ সময়ের আবহে হলুদ হয়ে গিয়েছে। কিন্তু আলেমাও ম্যানসনের মালিক চার্চিল আলেমাও একই রকম আছেন। গোয়াতে সুপার কাপ হচ্ছে। আর চার্চিল ব্রাদার্স কোথায়? মুহূর্তে জ্বলে উঠলেন তিনি। "কেন দল তৈরি করব বলতে পারেন। আমাকে জানান, এই মরশুমে ভারতীয় ফুটবলের ম্যাপ কী? আইএসএল হবে কি না এখনও জানি না। এবার একমাসের জন্য সুপার কাপের দল গড়ার পর যদি দেখি, আর কোনও ফুটবলই হল না, তখন তো একমাসের সুপার কাপ খেলে পুরো মরশুমের টাকা ফুটবলারদের গুনে গুনে দিতে হবে। ফেডারেশন এটা ফুটবল চালাচ্ছে?" রীতিমতো ক্ষোভ ঝরে পড়ছে তখন চার্চিলের গলায়।

আলেমাও-কন্যা ভালেঙ্কা আছেন ফেডারেশনের কার্যকরী কমিটিতে। কিছুদিন আগে ফিফার মহিলা ফুটবলের কমিটিতেও সুযোগ পেয়েছেন তিনি। এদিন যখন নিজের বাড়িতে বসে চার্চিল কথা বলছেন, ভালেঙ্কা তখন ব্যাক্তিগত কাজে বাইরে গিয়েছেন। চার্চিল তখন বলছেন, "ফেডারেশনের কমিটিতে থেকে যা কিছু প্রতিবাদ করার সে তো ভালোই করে। কোথায় প্রিয়রঞ্জন দাসমুন্সি, প্রফুল্ল প্যাটেল ছিলেন। আর এখন ফেডারেশন কীভাবে চলছে। কিছুদিন আগেই প্রফুল্ল প্যাটেলকে ফোন করে বলেছি, আবার ফিরে আসুন। ভারতীয় ফুটবলকে বাঁচাতে আপনাকে দরকার আছে। প্রিয়দা, প্রফুল্ল এরা ভারতীয় ফুটবলে টাকা নিয়ে এসেছেন। আর এখন অনেকে ফুটবলে এসেছে টাকা কামানোর জন্য। কোটি কোটি টাকা খরচ করে ফেললাম। কোনওদিন ভাবিনি, ফুটবল করে টাকা কামাবো। এক-একটা সময় মনে হয়, এদেশে ফুটবল কর্তা হয়ে সত্যিই ভুল করেছি।"

ইন্টার কাশীকে ইতিমধ্যে আইএসএলের দল ধরে ১৪ দলের আইএসএলের কথা টেন্ডারে ঘোষণা করেছে ফেডারেশন। চার্চিল আলেমাও সেখানে পাল্টা প্রশ্ন তুলছেন, "লিগে আমার পয়েন্ট সবচেয়ে বেশি। তাহলে ইন্টার কাশী কীভাবে আই লিগ চ্যাম্পিয়ন হল? ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে নিজে আমাকে মেসেজ পাঠিয়ে আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার অভিনন্দন জানিয়েছেন। সব মিথ্যে হয়ে গেল? আমিও আইএসএল ছাড়া কিছুই খেলব না।" কিন্তু 'ক্যাস' তো ইন্টার কাশীকে আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করে দেওয়ার পরেও আপনি আই লিগটা আটকে রেখেছেন। চার্চিলের বক্তব্য হল, "দেখুন, পুরো বিষয়টা নিয়ে আমি দিল্লির আদালতে মামলা করেছি। আমাকে অনেক আগেই চ্যাম্পিয়ন ঘোষণা করে দেওয়া হয়েছে। এখন পুরোটাই আদালতে বিচারাধীন বিষয়। তাই এ নিয়ে আমি এই মুহূর্তে কোনও মন্তব্য করব না।"

কথার মাঝে মাঝেই চার্চিল ফিরে যাচ্ছিলেন অতীতে। "জানেন তো, আপনাদের মহামেডান-সহ একাধিক ক্লাব ওডাফাকে বাদ দিয়ে দিয়েছিল। শুনলাম, ভাস্কোতে ওডাফা প্র্যাকটিস করছে। একদিন খেলা দেখে বললাম, ওডাফাকে আমার চাই। তখন আমার কোচ করিম বেঞ্চারিফা। বলল, ওডাফাকে নিলে করিমকে ছেড়ে দিতে হবে। পরিষ্কার বলে দিয়েছিলাম, চাইলে চলে যেতে পারে। আমার ওডাফাকেই চাই। ওর মতো স্ট্রাইকার ভারতে আর আসেনি। দু'পায়ে ড্রিবল, শট, হেড সব ছিল। ওডাফার পর চিমাকে রাখব, শোনালেন চার্চিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চার্চিল আলেমাওয়ের বাড়ি হচ্ছে গোয়া ফুটবলের পীঠস্থানের মতো।
  • আলেমাও-কন্যা ভালেঙ্কা আছেন ফেডারেশনের কার্যকরী কমিটিতে। কিছুদিন আগে ফিফার মহিলা ফুটবলের কমিটিতেও সুযোগ পেয়েছেন তিনি।
  • আজ না হয় ভারতীয় ফুটবলে কর্পোরেটের দাপাদাপি। কিন্তু গত ৪৫ বছর ধরে তিনি একাই টেনে নিয়ে চলেছেন ভারতীয় ফুটবলের অন্যতম সেরা এবং ঐতিহ্যবাহী ক্লাব চার্চিল ব্রাদার্সকে।
Advertisement