শিলাজিৎ সরকার: রবিবার সুপার কাপে গ্রুপ বি'তে অভিযানে নামছে ইন্টার কাশী। বাম্বোলিমে তাদের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। গত মরশুমে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে এবার আইএসএল খেলবে আন্তোনিও হাবাসের দল। তবে সুপার কাপের প্রথম ম্যাচে কোনও বিদেশি নয়, কোচিং করাবেন এক বঙ্গসন্তান। অন্যদিকে সুপার কাপে ইন্টার কাশীর জার্সিতে নামতে পারেন বঙ্গ ফুটবলার প্রবীর দাস।
বাম্বোলিমে বিকেল সাড়ে চারটে থেকে ইন্টার কাশীর ম্যাচ। প্রতিপক্ষ নর্থইস্ট যথেষ্ট শক্তিশালী দল। ডুরান্ডে চ্যাম্পিয়ন হয়েছে। তবে ইন্টার কাশীর হেড কোচ হাবাস বা সহকারীরা এখনও ভারতে আসেননি। সেই জায়গায় গোলকিপিং কোচ অভিজিৎ মণ্ডল প্রথম ম্যাচে ডাগআউটে বসবেন। ঘটনাচক্রে, বহুবছর পর ভারতীয় ফুটবলের প্রথম সারির কোনও টুর্নামেন্টে ফিরছে ডেম্পো। যে দলের সাফল্যের অন্যতম কারিগর ছিলেন অভিজিৎ। ইন্টার কাশীর দলে দুজন বিদেশি আছেন। বি গ্রুপে এফসি গোয়া ও জামশেদপুর এফসি'র মতো শক্তিশালী দল আছে।
তার আগে ইন্টার কাশীতে যোগ দিলেন বাঙালি ডিফেন্ডার প্রবীর দাস। মরশুমের শেষ পর্যন্ত ইন্টার কাশীতে খেলবেন ৩১ বছর বয়সি সাইড ব্যাক। দু'দিন আগেই কেরালা ব্লাস্টার্সের সঙ্গে চুক্তি ছিন্ন করেন প্রবীর। যেহেতু ট্রান্সফার উইন্ডো শেষ, তাই অন্য ক্লাবে লোনে আসা সম্ভব ছিল না। এই পরস্থিতিতে চুক্তি ছিন্ন করে কাশীতে যোগ দিলেন প্রবীর। সব ঠিক থাকলে সুপার কাপের ম্যাচেই অভিষেক হবে তাঁর।
