সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হট ফেভারিট পিএসজি'কে সোজাসাপটা ৩ গোলের মালা পরিয়ে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে চেলসি। তারপরেই বিতর্কের সূত্রপাত। ম্যাচের শেষে চেলসির গোলদাতা জোয়াও পেদ্রোকে চড় মারেন পিএসজি কোচ লুইস এনরিকে। অন্যদিকে, ট্রফি বিতরণী মঞ্চে আচমকাই হাজির হয়ে একপ্রকার 'অসভ্যতা' করেছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁকে দেখে অপ্রস্তুত হয়ে পড়েন পিএসজি ফুটবলাররা। ম্যাচের উত্তেজনাকেও যেন ছাপিয়ে যায় দু'টি ঘটনা।
ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে বিশ্বের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে দলের অভূতপূর্ব জয় পেয়েছিল তারা। তাদের সামনে ধরাশায়ী হয়েছিল একের পর এক প্রতিপক্ষ। মরশুমে পঞ্চম ট্রফি জয়ের স্বাদ পেতে পারত তারা। সেই পিএসজি'কে এভাবে পিছিয়ে পড়তে দেখে হয়তো মাথা গরম হয়ে যায় তাদের কোচের। তার উপর ৮৫ মিনিটে চেলসির স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেয়াকে চুল ধরে ফেলে দেওয়ার জোয়াও নেভেসকে লাল কার্ড দেখান রেফারি। তখন থেকেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। খেলার শেষে পেদ্রো এনরিকের সামনে উচ্ছ্বাস প্রকাশ করলে তাঁকে সপাটে চড় মারেন পিএসজি কোচ। মাটিতে পড়ে যান চেলসি ফুটবলার। তৎক্ষণাৎ বাকি ফুটবলাররাও অকুস্থলে চলে আসেন। শুরু হয় ধাক্কাধাক্কি। তাঁকে কিছুতেই থামানো যাচ্ছিল না।
অন্যদিকে, ফাইনাল দেখতে মাঠে এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের 'ফার্স্ট লেডি' মেলানিয়া ট্রাম্প। ৮১ হাজার দর্শকদের সামনে গ্যালারিতে বসে দু'জনেই তারিয়ে তারিয়ে উপভোগ করেন ম্যাচ। এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। কিন্তু ম্যাচ পরবর্তী আরও একটি ঘটনা শিরোনামে উঠে এসেছে। নির্দিষ্ট নিয়ম মেনেই তখন পদক বিতরণ অনুষ্ঠান চলছে। ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। হঠাৎই দেখা যায় ট্রাম্পকে। তিনি ফিফা সভাপতির পাশে দাঁড়িয়ে পড়েন। এই সময় ফুটবলাররা তো বটেই, হতবাক হয়ে যান দর্শকরাও। এরপর শিরোপা নিয়ে যখন উচ্ছ্বাসে মেতে ওঠেন চেলসি ফুটবলাররা, তখনও দেখা যায় আনন্দে আত্মহারা মার্কিন প্রেসিডেন্ট। মুহূর্তে ভাইরাল হয়ে যায় ভিডিও।
ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যায়, চেলসি অধিনায়ক রিস জেমস এবং গোলকিপার সানচেজের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। এরপর দেখা যায় ট্রফি উঁচিয়ে ধরার মুহূর্তে দলের সদস্যদের মতো তিনিও চেলসির উদযাপনে শামিল হয়েছেন। জানা গিয়েছে, ফিফা সভাপতি ইনফান্তিনো পুরস্কার মঞ্চ ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। তা সত্ত্বেও কেন ট্রাম্প দাঁড়িয়ে রইলেন, তা নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে।
ম্যাচের পর এক সাক্ষাৎকারে চেলসি অধিনায়ক বলেন, "খুবই শব্দ হচ্ছিল। তাই আমি বিশেষ কিছু শুনতে পাইনি। যখন দল ট্রফি নিয়ে সেলিব্রেশন করতে যাবে, তখনই তিনি বলেন মুহূর্তটা উপভোগ করবেন।" ফাইনালে দু'টি গোল এবং একটি অ্যাসিস্ট করে ম্যাচসেরা গোল্ডেন বল জয়ী পালমার বলেন, "উনি থাকবে জানতাম। তবে ওখানেই যে তিনি থাকবেন, সেটা বুঝিনি। একটু কনফিউজড হয়ে পড়েছিলাম।" যদিও ট্রাম্প বলছেন, "দারুণ একটা ম্যাচ হয়েছে। দর্শকরাও ছিল অসাধারণ।" যদিও দর্শকদের কাছ থেকে দুয়োধ্বনিও শুনতে হয়েছে তাঁকে। নেটিজেনরা বলছেন, শিষ্টাচারের মাত্রা ছাড়িয়ে 'অসভ্যতা' করেছেন তিনি।
