shono
Advertisement
India football team

ঘরে-বাইরে সমস্যা! এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বের মধ্যেই বিদায়ের পথে কোচ মানোলো?

গত বছর জুলাই মাসে জাতীয় দলের দলের দায়িত্ব নেন মানোলো।
Published By: Anwesha AdhikaryPosted: 02:12 PM May 06, 2025Updated: 02:12 PM May 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় দলের কোচ হিসাবে কি মানোলো মার্কুয়েজের মেয়াদ শেষ? সূত্রের খবর, ব্লু টাইগার্সদের কোচিং করাতে বেশ সমস্যায় পড়েছেন স্প্যানিশ কোচ। ফুটবলারদের দেশ-ক্লাব সামলানোটাও বেশ কঠিন হয়ে পড়েছে তাঁর পক্ষে। ফলে প্রশ্ন উঠছে, ভারতীয় দলের দায়িত্ব কি আর নেবেন মার্কুয়েজ?

Advertisement

গত বছর জুলাই মাসে জাতীয় দলের দলের দায়িত্ব নেন মানোলো। এফসি গোয়ার সঙ্গেই জাতীয় দলের দায়িত্ব সামলাচ্ছিলেন। তবে ফেডারেশনের তরফে জানানো হয়েছিল, চলতি বছর নতুন করে চুক্তি করা হবে মার্কুয়েজের সঙ্গে। তখন থেকেই ভারতীয় দলের পূর্ণ সময়ের কোচ হবেন তিনি। এহেন পরিস্থিতিতে এফসি গোয়াকে সুপার কাপ জিতিয়েছেন মানোলো। আইএসএল সেমিফাইনালেও উঠেছে এফসি গোয়া। তারপরেই প্রশ্ন উঠছে, এআইএফএফের সঙ্গে কি আর চুক্তি করতে আগ্রহী মানোলো?

স্প্যানিশ কোচের ঘনিষ্ঠমহলের মতে, জাতীয় দলে বেশ সমস্যায় পড়ছেন তিনি। অনেক সময়েই শেষ মুহূর্তে পরিকল্পনা বদলে যাচ্ছে, ফুটবলাররা ক্লাবে ফিরে যাওয়ায় জাতীয় দলের ধারাবাহিকতা নষ্ট হচ্ছে বলেই মনে করছেন মার্কুয়েজ। মাঠের বাইরেও নানা সমস্যা রয়েছে। কোচের ঘনিষ্ঠদের মতে, মার্কুয়েজ মূলত প্রত্যেক দিন ধাপে ধাপে কাজ করতে পছন্দ করেন। কিন্তু জাতীয় দলে সেটা আপাতত অসম্ভব। তাই জাতীয় দলের কোচিং করে খুব একটা সন্তুষ্ট হতে পারছেন না মানোলো।

দায়িত্ব নেওয়ার পরে ৬টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছেন মানোলো। তবে এফসি গোয়ার হয়ে তাঁর সাফল্য রয়েছে। ক্লাবে তাঁর মেয়াদ ফুরোচ্ছে চলতি মাসেই। পরবর্তী কোচ কে হবেন সেই নিয়ে এফসি গোয়ার তরফে কিছু জানানো হয়নি। অন্যদিকে, আগামী দিনে থাইল্যান্ডের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবেন সুনীল ছেত্রীরা। তারপরে রয়েছে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ, হংকংয়ের বিরুদ্ধে। তারজন্য সম্ভাব্য দলের তালিকা তৈরি করে কলকাতায় শিবিরেরও প্রস্তুতি নিয়েছেন মার্কুয়েজ। কিন্তু তারপরে কি আর মানোলোকে পাওয়া যাবে? বাড়ছে ধোঁয়াশা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফেডারেশনের তরফে জানানো হয়েছিল, চলতি বছর নতুন করে চুক্তি করা হবে মার্কুয়েজের সঙ্গে।
  • অনেক সময়েই শেষ মুহূর্তে পরিকল্পনা বদলে যাচ্ছে, ফুটবলাররা ক্লাবে ফিরে যাওয়ায় জাতীয় দলের ধারাবাহিকতা নষ্ট হচ্ছে বলেই মনে করছেন মার্কুয়েজ।
  • দায়িত্ব নেওয়ার পরে ৬টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছেন মানোলো। তবে এফসি গোয়ার হয়ে তাঁর সাফল্য রয়েছে।
Advertisement