প্রসূন বিশ্বাস: ডার্বির মঞ্চে আগমনেই ইতিহাস গড়েছিলেন। কনিষ্ঠতম ফুটবলার হিসাবে ডার্বিতে হ্যাটট্রিকের নজির এখনও কিয়ান নাসিরির নামের পাশেই লেখা। পরে অবশ্য চেন্নাইয়িন এফসি-তে যোগ দেন। এবার ঘরের ছেলে ফের ঘরে ফিরতে চলেছেন বলেই খবর।
জামশিদ নাসিরির পুত্র ২০২৪-এই মোহনবাগান ছেড়েছিলেন। চেন্নাইয়িনের সঙ্গে তাঁর চুক্তি আছে কিয়ানের। তবে সব ঠিকঠাক চললে ফের সবুজ-মেরুন জার্সি পরতে দেখা যাবে তাঁকে। সূত্রের খবর, কিয়ানের সঙ্গে যেহেতু এখনও চেন্নাইয়িনের চুক্তি আছে, সেক্ষেত্রে রিলিজ আনতে হবে। তবে তিনি নিজেই মোহনবাগানে ফিরতে চেয়েছেন বলে খবর। কিয়ানের পক্ষ থেকে সেই কাজটি সম্পন্ন হলেই আর কোনও বাধা থাকবে না। আশিক কুরুনিয়ান ক্লাব ছাড়ায় কিয়ান সেখানে যোগ্য বিকল্প হয়ে উঠতে পারেন।
আরও ম্যাচ খেলার জন্য কিয়ান মোহনবাগান ছেড়েছিলেন। তবে চেন্নাইয়িনেও সেভাবে 'গেম টাইম' পাননি। আইএসএলে ১৫টি ম্যাচ খেললেও প্রথম একাদশে ছিলেন মাত্র ৬টি ম্যাচ। তবে যুবভারতীতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে অ্যাসিস্ট করেছিলেন। সেই ম্যাচে জয়ও পেয়েছিল চেন্নাইয়িন।
কিংবদন্তি ফুটবলার জামশিদ নাসিরির পুত্র কিয়ান ছোট বয়সে মোহনবাগান জুনিয়র দলে খেলতেন। অ্যাকাডেমিতে নজরকাড়া পারফরম্যান্সের পর সিনিয়র দলেও সুযোগ পান। ২০২২ সালে আইএসএলের ডার্বিতে সুপার-সাব হিসেবে নেমে চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন কিয়ান। কার্যত হারতে বসা ম্যাচ একার হাতেই জিতিয়ে দেন। তারপরও একাধিক নজরকাড়া পারফরম্যান্স করেছেন তিনি। এমনকী সুভাষ ভৌমিকের নামাঙ্কিত পুরস্কারও পেয়েছেন। এবার ফের সবুজ-মেরুন জার্সি পরতে দেখা যেতে পারে তাঁকে।