স্টাফ রিপোর্টার: অবশেষে আক্ষেপ মিটতে চলেছে মোহনবাগানের। অতীতে দেখা গিয়েছে, মোহনবাগান চ্যাম্পিয়ন হলেও ট্রফি ক্লাব তাঁবুতে আসত না। ইনভেস্টরদের কাছে অনুরোধ করার পর তাঁরা ট্রফি নিয়ে আসতেন মোহনবাগান ক্লাবে। সেই চিত্র বদলাতে চলেছে।

জানা গিয়েছে, মোহনবাগান সুপার জায়ান্টের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা স্বয়ং লিগ শিল্ড নিয়ে মোহনবাগান তাঁবুতে যাবেন। তবে কবে যাবেন তা এখনও ঠিক হয়নি। এই মুহূর্তে সঞ্জীব গোয়েঙ্কা ইউএসএ-তে রয়েছেন। তাই তিনি শনিবার যুবভারতীতে মোহনবাগান বনাম গোয়ার খেলা দেখতে আসতে পারেননি। যে ম্যাচ ২-০ গোলে জিতে লিগ শিল্ড জয়ের আনন্দে মেতে উঠেছিল সবুজ-মেরুন ব্রিগেড। ইউএসএ থেকে ফিরলে মোহনবাগান তাঁবুতে যাওয়ার দিনক্ষণ স্থির হবে সঞ্জীবের।
উল্লেখ্য, মোহনবাগানের ইনভেস্টর হওয়ার পর থেকে এখনও পর্যন্ত সঞ্জীব গোয়েঙ্কা ক্লাব তাঁবুতে যাননি। সেক্ষেত্রে তিনি প্রথমবার মোহনবাগান ক্লাবে পা রাখতে চলেছেন। এদিকে, মোহনবাগান আগেই চ্যাম্পিয়ন হলেও ক্লাবের ফ্ল্যাগ তোলা হয়নি। আগে যদি ক্লাবের ফ্ল্যাগ তোলা হত, তা হলে হয়তো ফুটবলার অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়তেন। বা স্পিরিটের ক্ষেত্রেও সমস্যা হত। ঠিক হয়, গোয়ার বিরুদ্ধে ম্যাচটা জিততে হবে। তারপর ফ্ল্যাগ তোলা হবে। জানা গিয়েছে, আগামী ১০ মার্চ বিকেল ৪.৩০ নাগাদ তাঁবুতে চ্যাম্পিয়নশিপ ফ্ল্যাগ তোলা হবে।
এদিকে, লিগ শিল্ড জয়ের পর সোশাল মিডিয়া পোস্ট করে ধন্যবাদ জানিয়েছেন সবুজ-মেরুন পরিবার। জানান, সুদূর মার্কিন মুলুক থেকেই শুভাশিস এবং দলকে লিগ শিল্ড তুলতে দেখেছেন। লিখেছেন, 'গোটা দেশ এখন সবুজ-মেরুন।'