shono
Advertisement
East Bengal

রাজি নয় পরিবার, চুক্তি পছন্দ হলেও ইস্টবেঙ্গলে আসছেন না ইভান

আরও ভালো বিদেশির খোঁজে লাল-হলুদ।
Published By: Anwesha AdhikaryPosted: 03:26 PM May 21, 2025Updated: 03:26 PM May 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইস্টবেঙ্গলের সম্পর্কে আগ্রহ দেখিয়েও পিছিয়ে গেলেন সার্বিয়ান স্টপার ইভান মিলদানোভিচ। ইস্টবেঙ্গলের তরফ থেকে যে চুক্তিপত্র পাঠানো হয়েছিল তা দেখে রাজি হলেও সার্বিয়া থেকে ভারতে এসে খেলার জন্য পরিবারের সঙ্গে আলোচনা করেন। ইভানের পরিবার ভারতে এসে থাকতে আগ্রহী নয়। তাই লাল-হলুদ শিবিরে আর দেখা যাবে না ইভানকে।

Advertisement

ইস্টবেঙ্গলের চুক্তি প্রাথমিকভাবে ইভানের পছন্দ হয়েছিল। কয়েকদিন আগেই লাল-হলুদ ম্যানেজমেন্টের কাছে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য সময় চেয়েছিলেন ইভান। মঙ্গলবার তিনি আসতে চান না বলে জানিয়েছেন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে। কারণ হিসাবে উঠে আসছে সার্বিয়ান স্টপারের পরিবার। সুদূর সার্বিয়া থেকে ভারতে আসতে রাজি নয় ইভানের পরিবার। তাই ইস্টবেঙ্গলের চুক্তি পছন্দ হলেও শেষ পর্যন্ত আর লাল-হলুদে যোগ দিলেন না তিনি।

ইভানের না শুনে তাঁর পরিবর্ত ফুটবলার খুঁজতে শুরু করেছে ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই ইভানের থেকেও আরও ভালো মানের কয়েকজন বিদেশির খোঁজ ইস্টবেঙ্গল পেয়েছে বলে জানা গিয়েছে। আপাতত কয়েক দিনের মধ্যেই তাদের থেকে বিদেশি বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেওয়া হবে লাল-হলুদের তরফে। এবার দল গঠনের সময় যথেষ্টই হোমওয়ার্ক করে মাঠে নেমেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। দল গঠনের ক্ষেত্রে বড় ভূমিকা নিচ্ছেন হেড অফ ফুটবল থংবই সিংটো। কোচ অস্কার ব্রুজোর দেওয়া তালিকা অনুযায়ী তাঁর পছন্দের ফুটবলারদের সঙ্গে কথা বলছেন সিংটো। প্রথম পছন্দ না হলে দ্বিতীয় পছন্দ, সেটা না হলে তৃতীয় পছন্দের ফুটবলারদের সঙ্গে কথা বলছেন তিনি। এবার দল গঠন করতে অর্থ সমস্যা হবে না বলে জানিয়েছিলেন কর্তা দেবব্রত সরকার।

গত মরশুমে ভালো দল গড়লেও আইএসএলের সুপার সিক্সে পৌঁছতে পারেনি ইস্টবেঙ্গল। শুধু তাই নয়, লিগ তালিকার নবম স্থানে অভিযান শেষ করতে হয়েছে তাদের। সাফল্য আসেনি সুপার কাপেও। এবার তাই মরশুমের শুরু থেকেই আরও সতর্ক হয়ে মাঠে নেমেছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। ব্যর্থতার কারণ বিশ্লেষণ করে তাঁরা প্রতিটি পদক্ষেপ করছেন। ম্যানেজমেন্টের তরফ থেকে জানানো হয়েছে প্রয়োজনে স্পটারদের বিদেশে পাঠিয়ে ভালো মানের ফুটবলারকে আনতে বদ্ধপরিকর তাঁরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কয়েকদিন আগেই লাল-হলুদ ম্যানেজমেন্টের কাছে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য সময় চেয়েছিলেন ইভান।
  • ইতিমধ্যেই ইভানের থেকেও আরও ভালো মানের কয়েকজন বিদেশির খোঁজ ইস্টবেঙ্গল পেয়েছে বলে জানা গিয়েছে।
  • গত মরশুমে ভালো দল গড়লেও আইএসএলের সুপার সিক্সে পৌঁছতে পারেনি ইস্টবেঙ্গল। শুধু তাই নয়, লিগ তালিকার নবম স্থানে অভিযান শেষ করতে হয়েছে তাদের।
Advertisement