shono
Advertisement
Lamine Yamal

গোপনে অস্ত্রোপচার! বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচের আগে ইয়ামালের কাজে ক্ষুব্ধ কোচ

কী বলেছেন তিনি?
Published By: Prasenjit DuttaPosted: 06:01 PM Nov 12, 2025Updated: 06:01 PM Nov 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিন আগেই তাঁকে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ থেকে বাদ দিয়েছিল স্পেন। লামিন ইয়ামাল গোপনে অস্ত্রোপচার করিয়েছেন। ১৮ বছরের এই ফুটবলারের এমন সিদ্ধান্তে রীতিমতো হতবাক স্পেন জাতীয় দলের হেডকোচ লুই দে লা ফুয়েন্তে। তবে এ ব্যাপারে ক্লাব ও জাতীয় ফুটবল দলের মধ্যে দ্বন্দ্ব আরও একবার প্রকাশ্যে এল। 

Advertisement

স্প্যানিশ ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে লিখেছিল, 'সোমবার বেলায় জাতীয় দলের অনুশীলনে আমরা জানতে পেরেছিলাম ইয়ামাল তাঁর পিউবিক অঞ্চলের অস্বস্তি কমানোর জন্য ইনভেসিভ রেডিওফ্রিকোয়েন্সি চিকিৎসা করিয়েছে।' জানা গিয়েছে, চিকিৎসকরা তাঁকে ৭ থেকে ১০ দিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তারা এ কথাও লিখেছে, 'এই অস্ত্রোপচারের ব্যাপারে জাতীয় দলের চিকিৎসক দলকে কোনও তথ্যই দেওয়া হয়নি।' 

এবার স্প্যানিশ কোচের গলাতেও একই কথা শোনা গেল। এক সাক্ষাৎকারে তিনি বলেন, "এমন ঘটনায় ফেডারেশনের তো কিছু করার থাকে না। ব্যাপারটাকে মেনে নেওয়া ছাড়া আর কোনও বিকল্প নেই। কিন্তু আমি বিস্মিত। বাকি সকলের মতো আমিও কিছু জানতাম না। কোচের উপর বিশ্বাস রাখা উচিত। আমি তো দলের কোচ। তাই আমার কাছে অন্তত খবর থাকা উচিত ছিল। জানি না দেখা হলে ওকে কী বলব।" তাঁর কথাতেই বোঝা যাচ্ছিল, ইয়ামালের উপর ক্ষুব্ধ তিনি। 

তবে, ইয়ামালের স্বাস্থ্য ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েই আগামী দু'টি ম্যাচে তাঁকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জর্জিয়া ও তুরস্কের বিরুদ্ধে ম্যাচে ইয়ামেলের সার্ভিস পাবে না স্পেন। দু'টি ম্যাচ রয়েছে যথাক্রমে ১৫ এবং ১৮ নভেম্বর। আগামী বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি স্পেন। তবে গ্রুপ ই-তে চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • একদিন আগেই তাঁকে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ থেকে বাদ দিয়েছিল স্পেন।
  • লামিন ইয়ামাল গোপনে অস্ত্রোপচার করিয়েছেন।
  • ১৮ বছরের এই ফুটবলারের এমন সিদ্ধান্তে রীতিমতো হতবাক স্পেন জাতীয় দলের হেডকোচ লুই দে লা ফুয়েন্তে।
Advertisement