shono
Advertisement
CFL

আগস্টের মধ্যে শেষ হোক কলকাতা লিগ, আইএফএ-র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনুরোধ ক্রীড়ামন্ত্রীর

ছোট ক্লাবগুলোর স্বার্থে আগস্টের মধ্যে লিগ শেষ করা উচিত বলে মনে করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
Published By: Arpan DasPosted: 02:17 PM Nov 17, 2025Updated: 03:18 PM Nov 17, 2025

স্টাফ রিপোর্টার: ঘরোয়া লিগ আগস্টের মধ্যে শেষ করার অনুরোধ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের। রবিবার আইএফএ-র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে এমনটাই অনুরোধ তাঁর। ছোট ক্লাবগুলোর স্বার্থে আগস্টের মধ্যে লিগ শেষ করা উচিত বলে মনে করেন ক্রীড়ামন্ত্রী।

Advertisement

এদিন আইএফএ-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল টাউন হলে। গতবারের কলকাতা লিগের বিভিন্ন ডিভিশনের চ্যাম্পিয়ন-রানার্স ও সেরা ফুটবলার, কোচেদের পুরস্কৃত করা হয় এই অনুষ্ঠানে। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পাশাপাশি আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় সচিব অনির্বাণ দত্ত সব শীর্ষ কর্তারাই উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। পুরস্কার প্রাপকদের বিশেষ পাওনা ছিল প্রাক্তন কিংবদন্তি জার্মান অধিনায়ক লোথার ম্যাথাউসের উপস্থিতি। তিনি সফল প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন। গতবারের প্রিমিয়ার চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ফুটবলারদের পদক দেন লোথার ম্যাথাউস। সেরা কোচ বিনো জর্জ। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেলেন জেসিন টিকে। এছাড়াও সদ্য সাব জুনিয়র চ্যাম্পিয়ন বাংলা দল, জুনিয়র জাতীয় ফুটবলে রানার্স ও মহিলাদের সিনিয়র জাতীয় ফুটবলে রানার্স বাংলা দলকে ম্যাথাউসের হাত দিয়ে পুরস্কৃত করা হয়। এদিন আইএফ সচিব অনির্বাণ দত্ত বলেন, "আইএফএ-র বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে লোথার ম্যাথাউসের মতো এত বড় মাপের তারকা পুরস্কার প্রাপকদের যেভাবে উৎসাহ দিয়ে গেলেন তা বিশাল প্রাপ্তি।"

এদিন এই অনুষ্ঠানে এসে ক্রীড়ামন্ত্রী আইএফএকে আগষ্টের মধ্যে লিগ শেষ করার অনুরোধ করেন। তিনি বলেন, "সব লিগেই কষ্ট করে ফুটবল পাগল মানুষ সর্বস্ব দিয়ে দল গড়ে। ছোট ক্লাবগুলো চেষ্টা করে বড় দলগুলোকে আটকে দেওয়ার। বড় দলগুলোকে হারিয়ে পাদপ্রদীপের আলোয় আসার। কিন্তু আগস্ট মাসের পর লিগ চললে আর ছোট দলগুলো দল ধরে রাখতে পারে না। ফুটবলারগুলোকে আটকে রাখা যায় না। কলকাতা লিগ অন্তত আগস্ট মাসের মধ্যে শেষ হোক। তাতে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। বড় ক্লাবের সঙ্গে সারা বছর ফুটবলার থাকে। ছোট ক্লাবের জন্য এমনভাবে লিগ করা উচিত যাতে আগস্টের মধ্যে লিগ শেষ হোক। আমি আইএফএ-কে অনুরোধ করব, আগামী বছর থেকে আগস্ট মাসের মধ্যে যেন লিগ শেষ করা যায়।"

এদিন ঘরোয়া লিগের রেফারিং নিয়েও সমালোচনা করেন তিনি। তিনি আরও যোগ করেন, "রেফারিংয়ের জন্য অনেক ছোট ক্লাব সর্বস্ব দিয়ে দল গড়েও পিছিয়ে পড়ছে শুধুমাত্র খারাপ রেফারিংয়ের জন্য। এই রেফারি ম্যানেজটাকেও বন্ধ করতে হবে।" কয়েকদিন আগেই গড়াপেটা কাণ্ডে পুলিশের জালে ধরা পড়েছে বেশ কয়েকজন। কলকাতা পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ ক্রীড়ামন্ত্রীর। তিনি আরও বলেন, "মাঠে গড়াপেটা হচ্ছে। এর বিরুদ্ধে আপনারা লড়াই করেছেন। আপনারা আমাকে বলেছিলেন। আমি কলকাতা পুলিশের সঙ্গে কথা বলেছি। কলকাতা পুলিশ আর প্রশাসনকে সাধুবাদ জানাই। কলকাতা পুলিশ সেই চক্রকে ধরছে। আরও ধরা পড়বে। তাদের সাধুবাদ জানাই।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঘরোয়া লিগ আগস্টের মধ্যে শেষ করার অনুরোধ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের।
  • রবিবার আইএফএ-র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে এমনটাই অনুরোধ তাঁর।
  • ছোট ক্লাবগুলোর স্বার্থে আগস্টের মধ্যে লিগ শেষ করা উচিত বলে মনে করেন ক্রীড়ামন্ত্রী।
Advertisement