সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এভাবেও ফিরে আসা যায়। এই বিশ্বকাপেই হারের হ্যাটট্রিক করেছিল 'উইমেন ইন ব্লু'। কেউই ভাবেননি হরমনপ্রীতরা ফাইনালে উঠবেন। সেমিফাইনালে বড় রানের লক্ষ্য তাড়া করতে নামা ভারতীয় দল যে চাপে পড়ে যেতে পারে, তা বুঝে গিয়েছিলেন ভারতীয় কোচ অমল মজুমদার। বিরতিতে তিনি 'পেপটক'ও দেন। অনেকেই হয়তো জানেন না, দিন কয়েক আগে ভারতীয় কোচের একটি কথাই বদলে দিয়েছিল গোটা দলকে। সেই কারণেই ভারতীয় কোচকে ফাইনালে ওঠার কৃতিত্ব দিয়েছেন হরমন।
কী বলেছেন ভারত অধিনায়ক? তাঁর কথায়, "ইংল্যান্ডের বিরুদ্ধে হারের পর সবাই মুষড়ে পড়েছিল কথা বলার মতো অবস্থায় ছিলাম না। তখন আমাদের কোচ বলেছিলেন, 'ম্যাচটা তোমাদের জিতে আসা উচিত ছিল।' এই একটা কথাই আমাদের দলের প্রত্যেকের মধ্যে জেদ বাড়িয়ে দিয়েছিল। উনি যেটা বলেন, সেটা মন থেকে বলেন। তাই স্যরের ওই কথার পর দলের বাকি সকলের সঙ্গে কথা বলি।"
হরমনের সংযোজন, "দলের বাকিদের মনের ভাব বোঝার চেষ্টা করেছিলাম। সবাইকে বলি, স্যর আমাদের জন্য যেটা ভাবছেন, সেটা আমাদের সকলে মিলে করা উচিত। গোটা দেশ কিন্তু আমাদের কাছে সেটাই প্রত্যাশা করছে। প্রত্যেকে সেটা ইতিবাচকভাবেই নিয়েছিল। ফলাফল চোখের সামনে। সেমিফাইনালে ওরা উজাড় করে দিয়েছে।"
অস্ট্রেলিয়া ইনিংসের পর কী বলেছিলেন অমল মজুমদার? ভারতীয় কোচ বলেন, "ওদের বেশি কিছু বলিনি। কয়েকটা মাত্র কথা বলেছিলাম। কিছু পরামর্শ দিয়েছিলাম। দলে সবাই ঐক্যবদ্ধ ছিল।" উল্লেখ্য, হরমনপ্রীত কৌর এবং জেমাইমার রদ্রিগেজের জুটিতে ওঠে রেকর্ড ১৬৭ রান। যা বিশ্বকাপে কোনও নকআউট ম্যাচে ভারতের সর্বোচ্চ জুটি। সেমিফাইনালে জেমাইমার ১২৭ রানের ইনিংস যেমন প্রশংসা পাচ্ছে, তেমনই হরমনের ৮৯ রানের ইনিংস নিয়েও আলোচনা চলছে। রবিবার সামনে দক্ষিণ আফ্রিকা। চূড়ান্ত লড়াইয়ে প্রোটিয়াদের বিরুদ্ধে বাজিমাত করতে পারলে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হবে ভারতের মেয়েরা।
