shono
Advertisement
East Bengal

ডার্বির পরেও জয়যাত্রা অব্যাহত, বেহালা এসএস'কে ৬ গোলের মালা পরাল ইস্টবেঙ্গল

ম্যাচের শুরু থেকেই অপ্রতিরোধ্য ছিলেন বিনো জর্জের ছেলেরা।
Published By: Prasenjit DuttaPosted: 05:04 PM Jul 29, 2025Updated: 05:27 PM Jul 29, 2025

ইস্টবেঙ্গল: ৬ (চাকু মাণ্ডি, ডেভিড, আশিক, নাসিব, জোথানপুইয়া, গুইতে)
বেহালা এসএস: ০

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডার্বির জয়ী দল হোঁচট খায় পরের ম্যাচেই। চিরপ্রচলিত এই প্রবাদটি যে সব সময় খাটে না, সেটা প্রমাণ করল ইস্টবেঙ্গল। মঙ্গলবার বারাকপুরে কলকাতা লিগের ম্যাচে বেহালা এসএস'কে ৬ গোলের মালা পরিয়ে ডার্বি জেতার পরের ম্যাচেও জিতে মাঠ ছাড়লেন বিনো জর্জের ছেলেরা।

এদিন শুরু থেকেই অপ্রতিরোধ্য ছিল ইস্টবেঙ্গল। বিএসএস রক্ষণে একের পর পর হানা চালাতে থাকেন চাকু মাণ্ডি, ডেভিড লালহানসাঙ্গারা। ১৮ মিনিটে তন্ময়ের অসাধারণ কর্নার থেকে চাকু মাণ্ডির গোলে এগিয়ে যায় লাল-হলুদ। ৩০ মিনিটে ডেভিডের গোলে ব্যবধান বাড়ায় ইস্টবেঙ্গল। এর ঠিক ৩ মিনিট পর ইস্টবেঙ্গলের হয়ে তৃতীয় গোল করেন মহম্মদ আশিক। ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় লাল-হলুদ।

এই পরিস্থিতি থেকে জিততে গেলে অতিমানবীয় কিছু করতে হত বেহালা এসএস'কে। কিন্তু পয়েন্ট তালিকায় নিচের দিকে থাকা সেটা বিএসএসের পক্ষে সেটা সম্ভব হয়নি। বরং দ্বিতীয়ার্ধেও দাপট বজায় রাখে ইস্টবেঙ্গল। মশাল বাহিনীর একের পর এক আক্রমণে ছত্রভঙ্গ হয়ে যায় বিপক্ষের ডিফেন্স।

ইস্টবেঙ্গলের আক্রমণের কার্যত কোনও জবাব ছিল না বেহালা এসএস-এর কাছে। ৭২ থেকে ৭৫ মিনিটের একটা স্পেলে আরও তিনটি গোল করে লাল-হলুদ। গোলগুলি করেন যথাক্রমে নাসিব রহমান (৭১ মি.), মার্ক জোথানপুইয়া (৭৪ মি.) এবং গুইতে ভানলালপেকা (৭৫ মি.)। শেষমেশ বেহালা এসএস'কে ৬ গোলে হারিয়ে কলকাতা লিগে জয়যাত্রা অব্যাহত রাখল ইস্টবেঙ্গল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ডার্বির জয়ী দল হোঁচট খায় পরের ম্যাচেই।
  • চিরপ্রচলিত এই প্রবাদটি যে সব সময় খাটে না, সেটা প্রমাণ করল ইস্টবেঙ্গল।
  • বেহালা এসএস'কে ৬ গোলের মালা পরিয়ে ডার্বি জেতার পরের ম্যাচেও জিতে মাঠ ছাড়লেন বিনো জর্জের ছেলেরা।
Advertisement