shono
Advertisement
Mohun Bagan

সফল জুটিতেই ভরসা, আগামী মরশুমেও আলবার্তোর সঙ্গী হবেন টম, চুক্তি বাড়াল মোহনবাগান

রডরিগেজের সঙ্গে জুটি বেঁধে ১৬টি ক্লিনশিট রাখেন তিনি।
Published By: Prasenjit DuttaPosted: 07:17 PM May 10, 2025Updated: 08:00 PM May 10, 2025

প্রসূন বিশ্বাস: আইএসএল লিগ-শিল্ড এবং কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর এবার মোহনবাগানের লক্ষ্য, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ। এশীয় স্তরে সাফল্য নিয়ে আসতে মরিয়া গোষ্ঠ পাল সরণির ক্লাবটি। সেই উদ্দেশ্যেই দল গোছানোর কাজে ব্যস্ত তারা। এই আবহেই টম অলড্রেডের সঙ্গে চুক্তি হয়ে গেল মোহনবাগানের।

Advertisement

৩৪ বছরের এই ডিফেন্ডার গত বছর মোহনবাগানে আসার আগে প্রায় পাঁচ বছর ব্রিসবেন রোয়ার্সের হয়ে খেলেছিলেন। সুঠাম চেহারার এই ডিফেন্ডার রক্ষণ থেকে খেলা তৈরিতে দক্ষ। শনিবার মোহনবাগানের চুক্তিপত্রে সই করেন এই স্কটিশ ফুটবলার।

দলবদলের বাজারে সেরা দল গড়াই লক্ষ্য মোহনবাগানের। আপাতত, সেট টিমের খুব বেশি বদল হবে না বলেই মনে করা হচ্ছে। তবে, নুনো রেইজকে নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আইএসএল কাপ জয়ের পরেই নাকি টমকে পাওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল মোহনবাগান। কারণ আলবার্তো রডরিগেজের সঙ্গে জুটি বেঁধে ১৬টি ক্লিনশিট রাখেন তিনি। অবশেষে টমকে চুক্তিতে সই করিয়ে নিজেদের রক্ষণকে আরও শক্তিশালী করল মোহনবাগান।

গত বছর যুদ্ধকালীন পরিস্থিতির জন্য ইরানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-র ম্যাচ খেলতে যেতে পারেনি মোহনবাগান। যে কারণে চলতি মরশুমে এই টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো খেলার সুযোগও হারায় সবুজ-মেরুন। এরজন্য আর্থিক জরিমানাও করা হয় মোহনবাগানকে। এবার সবুজ-মেরুন ক্লাব চাইছে এএফসি'তে গুছিয়ে মাঠে নামতে। সেই প্রক্রিয়ারই অংশ হিসেবে আরও এক বছর মোহনবাগানে টম অলড্রেড।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইএসএল লিগ-শিল্ড এবং কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর এবার মোহনবাগানের লক্ষ্য, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ।
  • এশীয় স্তরে সাফল্য নিয়ে আসতে মরিয়া গোষ্ঠ পাল সরণির ক্লাবটি।
  • সেই উদ্দেশ্যেই দল গোছানোর কাজে ব্যস্ত তারা।
Advertisement