shono
Advertisement
Real Madrid

রিয়ালের নয়া কোচ জাভি, শুভেচ্ছা আন্সোলোত্তির

১ জুন থেকে তিনি দায়িত্ব নেবেন বলে জানিয়েছে এই স্প্যানিশ ক্লাব।
Published By: Prasenjit DuttaPosted: 08:35 AM May 26, 2025Updated: 08:35 AM May 26, 2025

স্টাফ রিপোর্টার: রিয়াল মাদ্রিদের কোচ হলেন জাভি আলোনসো। রবিবার ক্লাবের তরফ থেকে তাঁর নাম ঘোষণা করা হল সরকারিভাবে। প্রাক্তন এই মিডফিল্ডারের সঙ্গে তিন বছরের জন্য চুক্তি হয়েছে রিয়াল মাদ্রিদের। তাঁর সঙ্গে চুক্তির মেয়াদ ৩০ জুন ২০২৮ সাল পর্যন্ত। ১ জুন থেকে তিনি দায়িত্ব নেবেন বলে জানিয়েছে এই স্প্যানিশ ক্লাব। কার্লো আন্সেলোত্তির স্থলাভিষিক্ত হলেন তিনি। রিয়ালের তরফ থেকে জানানো হয়েছে, “রিয়ালের অন্যতম কিংবদন্তি আলোনসো। ২০০৯-২০১৪ সালের মধ্যে ২৩৬টি ম্যাচে রিয়ালের জার্সি গায়ে মাঠে নেমেছেন। এই সময়কালে ছ'টি গুরুত্বপূর্ণ ট্রফিও জিতেছে ক্লাব। এবার তিনি ফিরছেন কোচ হয়ে।” ২০২৩-২৪ মরশুমে লেভারকুসেন তাঁর কোচিংয়ে দারুণ ফর্মে ছিল। ৩৫ ম্যাচ অপরাজিত থেকে বুন্দেশলিগা চ্যাম্পিয়ন হয় জার্মান ক্লাবটি। জাভির কোচিং কেরিয়ারও শুরু এই রিয়ালেই। ক্লাবের যুব দলের দায়িত্বে ছিলেন তিনি।

Advertisement

শনিবারই আন্সেলোত্তির ছিল শেষ ম্যাচ। তিনি এবার দায়িত্ব নিতে চলেছেন ব্রাজিল দলের। চারটি সফল মরশুম কাটানোর পর আন্সোলোত্তি স্পেনের ক্লাব ছাড়লেন। রিয়ালের দায়িত্ব নিয়ে জাভি আলোনসোর প্রথম লক্ষ্যই হতে চলেছে ক্লাব বিশ্বকাপ জয়। রিয়াল ছাড়ার দিন আবেগপ্রবণ আন্সেলোত্তি বলেন, “আমি ওঁকে আলাদা কোনও উপদেশ দিতে চাই না। প্রত্যেকেরই দল চালানোর একটা আলাদা পদ্ধতি আছে। রিয়ালের কোচ হওয়া সত্যি ভাগ্যের বিষয়। আগামীর জন্য জাভিকে শুভেচ্ছা। আমার মনে হয় এখানে কোচিং করানোটাকে উপভোগ করবে জাভি।”

আন্সেলোত্তির সঙ্গে শনিবারই রিয়ালের ঘরের মাঠে শেষ ম‌্যাচ খেলে ফেললেন ক্রোয়েশিয়ান কিংবদন্তি লুকা মদ্রিচ। এদিন বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের সঙ্গে রিয়াল সোসিয়েদাদের খেলা ছিল। এটাই ছিল রিয়ালের শেষ লিগের ম‌্যাচ। তবে ম‌্যাচ ছাপিয়ে আন্সেলোত্তি এবং মদ্রিচকে ঘিরেই আবেগাল্পুত হয়ে পড়েন সকলে। রিয়াল জিতল ২-০ গোলে। গোল করলেন এমবাপে। শেষদিকে মদ্রিচকে তুলে নেন আন্সেলোত্তি। তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়। পরে আবেগরুদ্ধ কণ্ঠে মদ্রিচ বলছিলেন, ‘‘এই দিনটা আসুক, আমি কোনওদিন চাইনি। সবাইকে ধন‌্যবাদ জানাচ্ছি। আমরা সকলে অসাধারণ সব মুহূর্ত কাটিয়েছি। হৃদয়ের অন্তঃস্থল থেকে সবাইকে ধন‌্যবাদ।’’ কথাগুলি যখন বলছিলেন, তখন মদ্রিচের চোখের কোণে চিকচিক করছিল জল।

মদ্রিচের মতোই রিয়ালের হয়ে শেষবার কোচের দায়িত্ব সামলালেন আন্সেলোত্তি। রিয়াল ছেড়ে ব্রাজিলের জাতীয় দলের দায়িত্ব নিতে চলেছেন বর্ষীয়ান ইটালিয়ান কোচ। ম‌্যাচের পর বলছিলেন, ‘‘আমি খুশি এবং গর্বিত। অনেক স্মরণীয় মুহূর্ত এখানে কাটিয়েছি। যা কখনও কোনওদিন ভুলতে পারব না। অসাধারণ একটা ক্লাবকে কোচিং করানোর গর্ব নিয়ে দায়িত্ব ছাড়ছি। রিয়াল আমার কাছে পরিবারের মতো। খুশি মনেই এখান থেকে যাচ্ছি।’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রিয়াল মাদ্রিদের কোচ হলেন জাভি আলোনসো।
  • রবিবার ক্লাবের তরফ থেকে তাঁর নাম ঘোষণা করা হল সরকারিভাবে।
  • প্রাক্তন এই মিডফিল্ডারের সঙ্গে তিন বছরের জন্য চুক্তি হয়েছে রিয়াল মাদ্রিদের।
Advertisement