সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই ম্যাচ বাকি থাকতেই স্প্যানিশ লিগ চ্যাম্পিয়ন বার্সেলোনা। বৃহস্পতিবার রাতে কাতালুনিয়া ডার্বিতে এসপ্যানিয়লকে ২-০ গোলে হারিয়ে লিগ জয়ের কৃতিত্ব অর্জন করলে লামিনে ইয়ামালরা। তবে, বার্সার খেতাবজয়ের ম্যাচে শিরোনাম কুড়িয়ে নিয়ে গেল একটি দুর্ঘটনা।
এদিন বার্সেলোনা বনাম এসপ্যানিয়ল ম্যাচ শুরুর আগেই স্টেডিয়ামের বাইরে দুর্ঘটনা ঘটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি বহু ফুটবল সমর্থককে পিষে দেয়। তড়িঘড়ি সাতটি অ্যাম্বুল্যান্স এনে সমর্থকদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে নিয়ে যেতে হয়। তবে তাঁদের চোট বিশেষ গুরুতর নয়। সূত্রের খবর, এক মহিলা গাড়িটি চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়েই ওই কাণ্ড ঘটান তিনি। ওই দুর্ঘটনার জেরে স্টেডিয়ামের ভিতরেও সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পরে শুরু হয় খেলা।
ম্যাচ শুরুর পর অবশ্য পিছনে ফিরে তাকাতে হয়নি বার্সেলোনাকে। চিরপ্রতিদ্বন্দ্বিকে ২-০ গোলে হারিয়ে মরশুমের খেতাব পকেটে পুরে নিয়েছে তারা। এদিনও বার্সার জয়ের কারিগর লামিনে ইয়ামাল। শুধু ৫৩ মিনিটে প্রথম গোল করাই নয়, গোটা ম্যাচ দাপিয়ে খেলেছেন তরুণ স্প্যানিশ উইঙ্গার। বার্সার হয়ে অপর গোলটি করেছেন ফের্মিন লোপেজ। ২-০ ব্যবধানে রক্তাক্ত ডার্বি জয়ের সঙ্গে সঙ্গেই বার্সেলোনার খেতাব জয় নিশ্চিত হয়ে যায়। বার্সার জয় নিশ্চিত হওয়ার পর ফের অশান্তি। এসপ্যানিয়ল সমর্থকরা মাঠে ঢুকে পড়ে কার্যত তাড়া করেন বার্সেলোনা ফুটবলারদের। শেষে তড়িঘড়ি ড্রেসিংরুমে পালাতে হয় ইয়ামালদের।
এই মুহূর্তে ৩৬ ম্যাচ বার্সার পয়েন্ট ৮৫। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭৮। রিয়ালের থেকে ৭ পয়েন্টের অপেরাজেয় ব্যবধানে এগিয়ে গিয়েছেন ইয়ামালরা। তরতাজা, প্রাণশক্তিতে ভরপুর তরুণ দল, অভিজ্ঞ হ্যান্সি ফ্লিকের ট্যাকটিক্স আর প্রাণবন্ত ফুটবল। মরশুমের শুরু থেকেই অপ্রতিরোধ্য মনে হচ্ছিল বার্সেলোনাকে। মরশুমের শেষ পর্যন্ত সেই ফুটবলটাই উপহার দিয়ে গেলেন হ্যান্সি ফ্লিকের ছেলেরা। এবার ২৮ তম লিগ খেতাব জিতলেন তাঁরা। কোপা দেল রে, এবং স্প্যানিশ সুপার কাপ আগেই জিতেছে বার্সা। চ্যাম্পিয়ন্স লিগেরও সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল ফ্লিক ব্রিগেড।
