সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমাজবাদী পার্টির আদলে নিজের নতুন দলের নাম রাখতে চলেছেন অখিল ভারতীয় সমাজবাদী পার্টি (এবিএসপি) বা অবসপা৷ একইসঙ্গে সাইকেলের বদলে মোটরসাইকেল প্রতীক পাওয়ার চেষ্টা চালাচ্ছেন অখিলেশ যাদব৷ আপাতত এটাই বিধানসভা ভোটের আগে উত্তরপ্রদেশের রাজনীতিতে নয়া চমক৷ অখিলেশ শিবির জানিয়েছে, মঙ্গলবার মর্নিং ওয়াক করতে করতে বাবা মুলায়মের বাংলোতে গিয়ে হাজির হন টিপু ওরফে অখিলেশ৷ সঙ্গে ছিলেন ঘনিষ্ঠ দু’-একজন অনুগামী৷ তাঁদের মধ্যে ৯০ মিনিট ধরে আলোচনা হয়৷ পিতা-পুত্রের আলোচনায় কোনও চমকপ্রদ সমাধানসূত্র মেলেনি৷ তবে কী কী আলোচনা হয়েছে এবং কী সিদ্ধান্ত হয়েছে তা নিয়েও বাইরে মুখ খুলতে চাননি ‘নেতাজি’ মুলায়ম এবং ‘টিপু’ অখিলেশ৷ তাই ‘দল দখলের’ জন্য নার্ভের লড়াই এখনও চলছে৷
এই অবস্থায় বৃহস্পতিবার মুলায়ম পার্টি কর্মীদের সমাবেশে জানান, “আমি জানি কারা টিপুকে উসকাচ্ছে৷ কারা রয়েছে দল ভাঙার পিছনে৷ ভোট মিটলেই দলের সমর্থক ও কর্মীরা তাদের সঙ্গে বুঝে নেবে৷ কারা অখিলেশকে মোটরসাইকেল প্রতীকে লড়ার জন্য তাতাচ্ছে তা জানি৷ সমাজবাদী পার্টিকে ভাঙতে দেব না কিছুতেই৷ সমাজবাদী পার্টি ভেঙে অখিল ভারতীয় সমাজবাদী পার্টি নামে দল তৈরির পিছনে যারা রয়েছে তাদের উদ্দেশ্য সফল হবে না৷” উল্লেখ্য, মুলায়মের বদ্ধমূল ধারণা, অখিলেশ নিরপরাধ এবং অখিলেশকে দাবার ঘুঁটি হিসাবে ব্যবহার করছেন মুলায়মেরই তুতো ভাই রামগোপাল যাদব৷ দল ভাঙা এবং নতুন প্রতীক ঠিক করার পিছনেও রয়েছেন রামগোপাল ও রামগোপালের অনুগামীরা৷ অখিলেশকে সামনে রেখেই সমাজবাদী পার্টি ভাঙছেন তাঁরা৷ কারণ অখিলেশ সামনে থাকলে রাজ্যবাসীর কাছে নয়া দলের ও নয়া প্রতীকের গ্রহণযোগ্যতা বাড়বে৷ অখিলেশ শিবিরের বক্তব্য, সাইকেলের থেকেও গতিতে ও গ্ল্যামারে এগিয়ে মোটরসাইকেল৷ সাইকেলকে হারাতে গেলে তাই মোটরসাইকেলই দরকার৷ মুলায়ম অবশ্য সাইকেল প্রতীক চেয়ে দ্বারস্থ হচ্ছেন নির্বাচন কমিশনের কাছে৷ তিনি জানিয়েছেন, কিছুতেই দলকে ভাঙতে দেবেন না৷ অখিলেশকেও দল ছাড়তে দেবেন না৷ অখিলেশকে তাঁর পরামর্শ, অখিলেশ যেন দলের অভ্যন্তরীণ বিবাদ থেকে নিজেকে দূরে রাখেন এবং কারোর প্ররোচনায় পা না দেন৷
The post সাইকেল ছেড়ে অখিলেশের বাজি এবার মোটরসাইকেল appeared first on Sangbad Pratidin.