অভিষেক চৌধুরী, কালনা: কালীপুজোর রাতে কালনায় বেপরোয়া গতির বলি ৪। একজনের অবস্থা আশঙ্কাজনক। নাদনঘাট থানার হাটসিমলা মোড়ে এসটিকেকে রোডে বৃহস্পতিবার রাতে একটি একটি বাইকের সঙ্গে এক বোলেরো পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অস্ত্রোপচার হবে বলে জানা যাচ্ছে।
ঠিক কী হয়েছিল? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত পৌনে নটা নাগাদ কালনা-কাটোয়া এসটিকেকে রোড ধরে একটি সবজি বোঝাই বোলেরো গাড়ি কালনা থেকে নবদ্বীপের দিকে যাচ্ছিল। উলটোদিক থেকে আসছিল একটি বাইক। প্রথমে বাইকটি এক পথচারী মহিলাকে ধাক্কা মারে। তিনি পথের ধারে ছিটকে পড়েন। এর পরই উলটো দিক থেকে আসা পিকআপ ভ্যানটির সঙ্গে বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থানীয়রা গুরুতর জখম ও রক্তাক্ত অবস্থায় ৫ জনকে কালনা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চারজনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদের নাম আবদুল সেলিম মোল্লা, নামাজ আলি মণ্ডল, আবু বক্কর সিদ্দিকি মণ্ডল, আরিফ শেখ। এঁদের সকলেরই বাড়ি নাদনঘাট থানা এলাকায়। কালনা হাসপাতালের সহকারী সুপার গৌতম বিশ্বাস জানিয়েছেন, জখম ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। তাঁর অস্ত্রোপচার হবে।
কালীপুজোর রাতে এমন দুর্ঘটনার পর স্থানীয়রা বেপোরোয়া গতির বাইক ও গাড়ির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। কালনা এসডিপিও রাকেশ কুমার চৌধুরি জানিয়েছেন, “পথ দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। তদন্ত চলছে।”