সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকায় এখন পালাবদলের পালা। আর মাত্র কয়েকদিন পরেই মার্কিন মসনদে বসবেন ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। কমলা হ্যারিসের সঙ্গে করমর্দনে রাজি হলেন না এক রিপাবলিকান সেনেটরের স্বামী! যা দেখে বিস্মিত কমলার প্রতিক্রিয়া, ''আমি কামড়ে দেব না।''
ঠিক কী হয়েছিল? গত ৩ জানুয়ারি ছিল বার্ষিক শপথগ্রহণের অনুষ্ঠান। সেখানে সেনেটের প্রেসিডেন্ট হিসেবে এখনও পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট থাকা কমলা হ্যারিসের নেতৃত্বেই শপথ নেওয়া হয়। প্রতিটি কংগ্রেসনাল সেশনের শুরুতে নতুন সেনেটররা শপথ নেন। রিপাবলিকান সেনেটর ডেভ ফিশার গত নভেম্বরেই শপথ নিয়েছেন। এদিন তাঁকে অভিনন্দন জানিয়ে কমলা হ্যারিস বলেন, ''অনেক ধন্যবাদ। খুব ভালো কাজ করেছেন।'' এরপর তিনি আসেন ফিশারের স্বামী ব্রুসের পাশে। তাঁর কাছে জানতে চান, ''আমি কি আপনাকে অভিনন্দন জানাতে পারি?'' সেই সঙ্গে বাড়িয়ে দেন হাত। ব্রুস মুখে ধন্যবাদ বললেও করমর্দনে আগ্রহ দেখাননি। যা দেখে বিস্মিত কমলা বলেন, ''আচ্ছা ঠিক আছে। আমি কামড়ে দেব না। আমি কামড়াব না, ভয় নেই।''
ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও। যা দেখিয়ে ট্রাম্প-বিরোধীরা বলতে শুরু করেছেন, এটাই আমেরিকার নতুন প্রশাসনের আসল চেহারা। খোঁচা দেওয়া হয়েছে MAGA নিয়েও। MAGA অর্থাৎ 'মেক আমেরিকা গ্রেট এগেইন'। বলা হচ্ছে, এই ভাবে কি আমেরিকাকে মহান বানানো যাবে? সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে।