shono
Advertisement

উঠল নিষেধাজ্ঞা, নাগাল্যান্ডে এবার পাওয়া যাবে কুকুরের মাংস

তিন বছর আগে কুকুরের মাংসের বিক্রি নিষিদ্ধ হয়েছিল নাগাল্যান্ডে।
Posted: 03:38 PM Jun 07, 2023Updated: 03:41 PM Jun 07, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাগাল্যান্ডে (Nagaland) গত তিন বছর ধরেই নিষিদ্ধ কুকুরের মাংসের বিক্রি ও রপ্তানি। বুধবার সেই নিষেধাজ্ঞা খারিজ করে দিল গুয়াহাটি হাই কোর্টের (Gauhati High Court) কোহিমা বেঞ্চ। গত শুক্রবারই বিচারপতি মার্লি ভানকুং জানিয়ে দিয়েছিলেন রাজ্য সরকার এভাবে কুকুরের মাংসের বিক্রি বন্ধ করতে পারবে না, কেননা এই সংক্রান্ত কোনও আইন নেই। এরপরই এদিন খারিজ হয়ে গেল সরকারের নির্দেশ।

Advertisement

এদিন হাই কোর্টের রায়ে বলা হয়েছে, সরকার কুকুরের মাংস বিক্রি ও রপ্তানিতে ওই নিষেধাজ্ঞা জারি করেছিল এই সংক্রান্ত কোনও আইন পাশ না করিয়েই। সেই সঙ্গে উচ্চ আদালত জানিয়ে দিয়েছে, খাদ্য নিরাপত্তা আইনের ব্যবহার করে নাগাল্যান্ড সরকার ওই নিষেধাজ্ঞা জারির নির্দেশ দিলেও তেমন কোনও ক্ষমতা ওই আইনের নেই।

[আরও পড়ুন: দু’নম্বর হয়েও ২০১৭ সালে গোয়া জেতান ব্রিজভূষণ, কৃতজ্ঞতার দায়েই কি নিষ্পৃহ বিজেপি?]

প্রসঙ্গত, ফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যানিমাল প্রোটেকশন অর্গানাইজেশনের সদস্যরা কুকুরের মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা জারির আবেদন জানিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালাচ্ছিলেন। পাশাপাশি একাধিক পশুপ্রেমী সংগঠনও এই দাবি জানাচ্ছিল। এরপরই উত্তর-পূর্বের রাজ্যটিতে নিষিদ্ধ হয়েছিল কুকুরের মাংস বিক্রি ও রপ্তানি। অবশেষে নিষিদ্ধ হয়ে গেল সেই নিষেধাজ্ঞা।

[আরও পড়ুন: ‘মোদির মার্কিন সফর দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করবে’, আশা শীর্ষ মার্কিন কর্তার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement