shono
Advertisement

উচ্চমাধ্যমিকে বাড়ল পাসের হার, শীর্ষে কলকাতা

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল৷ ৪৯৫ নম্বর পেয়ে সম্ভাব্য প্রথম কলকাতার পঞ্চসায়র শিক্ষায়তনের স্বাগতম হালদার৷ ৪৯২ নম্বর পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে কোচবিহার জেনকিন্স স্কুলের নভনীল দেব, জলপাইগুড়ির সঞ্জয় সরকার ও দক্ষিণ দিনাজপুরের স্বর্ণাভ নন্দী৷ The post উচ্চমাধ্যমিকে বাড়ল পাসের হার, শীর্ষে কলকাতা appeared first on Sangbad Pratidin.
Posted: 02:06 PM May 16, 2016Updated: 12:42 PM May 16, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল৷ ৪৯৫ নম্বর পেয়ে সম্ভাব্য প্রথম কলকাতার পঞ্চসায়র শিক্ষায়তনের স্বাগতম হালদার৷ ৪৯২ নম্বর পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে কোচবিহার জেনকিন্স স্কুলের নভোনীল দেব, জলপাইগুড়ির সঞ্জয় সরকার ও দক্ষিণ দিনাজপুরের স্বর্ণাভ নন্দী৷ সম্ভাব্য তৃতীয় ও মেয়েদের মধ্যে সম্ভাব্য প্রথম হুগলির আরামবাগ গার্লস হাই স্কুলের নীলাঞ্জনা সাহা৷ তাঁর প্রাপ্ত নম্বর ৪৯০৷

Advertisement

 বিস্তারিত ফল জানা যাবে ওয়েবসাইট, এসএমএস, ইউএসএসডি ও মোবাইল অ্যাপের মাধ্যমে৷

ওয়েবসাইটগুলি হল–

 // wbresults.nic.in/highersecondary/wbhsres.htm

www.exametc.com

 www.examresults.net,

www.knowyourresult.com

//wb12knowyourresult.com

 //www.indiaresults.com

 www.schools9.com

www.manabadi.com

 www.westbengaleducation.net

 www.jagranjosh.com

 www.resultsout.com

www.results.westbengaleducation.net

ফল জানা যাবে এসএমএস মারফতও৷ এক্ষেত্রে মোবাইলে WB12 লিখে রোল নম্বর টাইপ করে ৫৮৮৮৮৭১১, ৫৮৮৮৮,৫২০৭০, ৫৪২৪২, ৫৬৭৬৭৫০, ৫৬২৬৩ নম্বরে এসএমএস করলে জানা যাবে ফল৷

এছাড়াও *৫৮৮# ইউএসএসডি কোড এবং //bit.ly/1nenezx মোবাইল অ্যাপের মাধ্যমেও ফল জানা যাবে৷

এবছর ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল চলতি শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ চলেছিল ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত৷ পরীক্ষায় বসে মোট ৭,৭৯,৪৫৩ জন পড়ুয়া৷ পাসের হার এবছর ১.২৭% বেড়ে হয়েছে ৮৩.৬৫%৷ পাস করেছে ৬,৩৩,৯৩০ জন ছাত্রছাত্রী৷ পূর্ব মেদিনীপুরে পাসের হার সবচেয়ে বেশি৷ শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস বেলা দশটা নাগাদ ফলপ্রকাশ করেন৷ ২০১৭ উচ্চমাধ্যমিক শুরু ১৫ মার্চ থেকে, চলবে ২৯ মার্চ পর্যন্ত৷

The post উচ্চমাধ্যমিকে বাড়ল পাসের হার, শীর্ষে কলকাতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement